আমি অজি ক্রিকেটারদের সেবকঃ বেইলি

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন জর্জ বেইলি। আগামী বছরের ফেব্রুয়ারিতে দায়িত্বে যোগ দেবেন সাবেক এই অজি অধিনায়ক। তার আগ পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন তিনি। গুরুদায়িত্ব পাওয়ার পরেই সেটা নিয়ে ভাবতে শুরু করেছেন বেইলি।
বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, 'আমি সৎ থাকতে চাই। ম্যানেজমেন্টের সবার সঙ্গে একত্রিত হয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে চাই। আমি মনে করি আমি সকল অজি ক্রিকেটারের সেবক।

বিশেষ করে যারা অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণিতে খেলে এবং জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে। আমি তাদের মধ্যে থেকে ভাগ্যবান কাউকে খুঁজে বের করতে চাই।'
শুধু প্রথম শ্রেণির ক্রিকেটাররা নন, বেইলির নজরে থাকবেন জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররাও। নির্বাচক প্যানেলে থাকা ট্রেভর হন্স এবং অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে একত্রিত হয়ে বাদ পড়া ক্রিকেটারদের ফর্মে ফেরাতে উদ্বুদ্ধ করবেন তিনি।
'যারা ভালো করতে পারছে না তাদেরও আমি সহযোগিতা করতে চাই। আমি তাদের ফর্মে ফেরানোর চেষ্টা করতে পারি, এজন্য তাদের উপদেশ দিতে পারি। জাতীয় দলে কীভাবে তারা পুনরায় সুযোগ পায় সেই ব্যাপারে তাদের সঙ্গে কথা বলতে পারি।', আরও বলেন বেইলি।
এখনও ক্রিকেট ক্যারিয়ার শেষ করেননি বেইলি। এর আগেই নির্বাচক মহলে জায়গা করে নিয়েছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। এ জন্য কোনো ধরনের সমালোচনার তীর এখনও ছুটে আসেনি তাঁর দিকে।
এর আগেই মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন তিনি, 'কিছু সমালোচনা অবশ্যই থাকবে এবং আমি তা নিয়ে খুশি। অস্ট্রেলিয়া দলে কে থাকবে বা কে থাকবে না এটা অবশ্যই আলোচনা করার মতো বিষয়।'