promotional_ad

সৌরভকে আম্পায়ার খুঁজে বের করার পরামর্শ টফেলের

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আম্পায়ারদের এলিট প্যানেলে কোনো ভারতীয় আম্পায়ার নেই। কিংবদন্তি অজি আম্পায়ার সাইমন টফেল মনে করেন, অতি দ্রুত কোনো ভারতীয় আম্পায়ার আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিতে পারবেনও না। তাই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলিকে বিষয়টিতে নজর দেয়ার পরামর্শ দিয়েছেন টফেল।


আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে ২০১৫ সাল থেকে ২০১৯ সালের শুরু পর্যন্ত ছিলেন ভারতীয় আম্পায়ার এস রবি। এই সময়ে অ্যাশেজ সিরিজে দায়িত্ব পালনসহ মোট ৩৩টি টেস্টে আম্পায়ারিং করেন তিনি।



promotional_ad

এ ছাড়া ৪৮টি ওয়ানডে ম্যাচ এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচেও দায়িত্ব পালন করতে দেখা যায় তাঁকে। রবির পর আরেকজন ভারতীয় আম্পায়ারকে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিতে দশ বছরের মতো সময় লাগবে বলে জানান টফেল।


বর্তমানে আইসিসির আম্পায়ারদের প্রশিক্ষক টফেল বলেন, 'বিশ্বমানের আম্পায়ার হতে দশ বছর সময় তো লাগবেই। আইসিসি যখন ভারতে ২০০৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত তাদের কার্যক্রম শুরু পরিচালনা করে, তখন রবির মতো আম্পায়ার বের হয়ে আসে।'


এই বিষয়ে সৌরভের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন নিজের সময়ের অন্যতম সেরা আম্পায়ার টফেল। তিনি বলেন, 'বিসিসিআইকে এই ব্যাপারে আরও চিন্তা করতে হবে। কোনো কিছু ভুল হচ্ছে কিনা এই ব্যাপারে আমি নিশ্চিত নই।



অবশ্য সৌরভ যখন ঘরোয়া ক্রিকেটের বিষয়ে দেখভাল করছেন তখন আম্পায়ারদের বিষয়টিও তিনি দেখবেন বলে আশা করছি।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball