উইকেট ছুঁড়ে দিলেন মিঠুন

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
কলকাতার ইডেন গার্ডেন্সে দিবা-রাত্রির ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪৭ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত। ২৪১ রানের লিড পায় স্বাগতিকরা।
উইকেট ছুঁড়ে দিলেন মিঠুনঃ
চা পানের বিরতির পর দেখে শুনে না খেলে উমেশ যাদবের করা দ্বিতীয় বলেই উড়িয়ে মারতে গিয়ে মোহাম্মদ শামির হাতে ক্যাচ দিয়েছেন মিঠুন। তাঁর ব্যাট থেকে এসেছে ১২ বলে ৬ রান।
২ উইকেট হারিয়ে চা পানের বিরতিতে বাংলাদেশঃ

শুরুতে সাদমান এবং মুমিনুলের উইকেট হারালেও। চা পানের বিরতির আগে বাংলাদেশকে আর উইকেট হারাতে দেননি মোহাম্মদ মিঠুন এবং ইমরুল কায়েস। এই দুজন অপরাজিত থেকে চা পানের বিরতিতে গেছেন।
শুরুতেই হোঁচট খেল বাংলাদেশঃ
ভারতের ইনিংস ঘোষণার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম।
ভারতীয় পেসার ইশান্ত শর্মার লেন্থে পড়া বল হালকা বেরিয়ে পেছনের পায়ে আঘাত করে বাঁহাতি ব্যাটসম্যান সাদমানের। আবেদনের সঙ্গে সঙ্গে আঙুল উঁচিয়ে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন আম্পায়ার।
রিভিউ নেন সাদমান, কিন্তু লাভ হয়নি। আম্পয়ারের সিদ্ধান্তই চূড়ান্ত হয়। ০ রানে সাজঘরে ফেরেন তিনি। পরের ওভারে আক্রমণে এসেই নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন ইশান্ত। বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হককে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। ০ রানে ফেরেন মুমিনুলও।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসঃ ৫.৩ ওভারে ১০/৩ (ইমরুল ৩*, মুশফিক ১*, মিঠুন ৬; ইশান্ত ২/৩)।
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৩০.৩ ওভারে ১০৬/১০ (সাদমান ইসলাম ২৯, লিটন ২৪ রিটায়ার্ড হার্ট; ইশান্ত ৫/২২)।
ভারত প্রথম ইনিংসঃ ৮৯.৪ ওভারে ৩৪৭/৯ ডিঃ (কোহলি ১৩৬, পূজারা ৫৫, রাহানে ৫১; আল আমিন ৩/৮৫, এবাদত ৩/৯)।