গোলাপি বলে খেলতে নেমেই রেকর্ড গড়লেন কোহলি
ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলছে ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে গোলাপি বলে খেলতে নেমেই রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দিবা-রাত্রির টেস্টে প্রথম ইনিংসেই সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
গোলাপি বলের ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানো প্রথম ভারতীয় ব্যাটসম্যান কোহলি। বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্টের দ্বিতীয় দিন ১৫৯ বলে সেঞ্চুরি করে রেকর্ডবুকে না লেখান ডানহাতি এই ব্যাটসম্যান।

এটি কোহলির টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে এটি তাঁর ২০তম সেঞ্চুরি। টপকে গেছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের ১৯ সেঞ্চুরির রেকর্ড। অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন কোহলি।
সেঞ্চুরি করে ইনিংস বড় করার চেষ্টায় ছিলেন ভারতীয় অধিনায়ক। কিন্তু তাঁকে ১৩৬ রানে থামিয়ে দেন এবাদত হোসেন এবং তাইজুল ইসলাম। ১৯৪ বলের ইনিংসে ১৮টি চার মেরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
কোহলির ব্যাটে ভর করে বিশাল সংগ্রহের পথে এগোচ্ছে ভারত। ইতোমধ্যে প্রথম ইনিংসেই বাংলাদেশ থেকে ২২৫ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।