promotional_ad

সাংবাদিকদেরও দায় দেখছেন মুমিনুল

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সমালোচনা যেকোনো দলকে মানসিকভাবে দুর্বল করে দেয়। বাংলাদেশ দলের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক মনে করেন, সাংবাদিকরাই ক্রিকেটারদের দুর্বল মানসিকতার পেছনে মূল কারণ। যা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলে। যে কারণে সাংবাদিকদেরও মানসিকভাবে শক্ত হতে বলেছেন তিনি।


আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ফরম্যাটে প্রথম দেখায় খুবই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। স্বাগতিক দল হয়েও নব্য টেস্ট খেলুড়ে দল আফগানদের কাছে পাত্তা পায়নি তারা। যে কারণে সমালোচনার তীর ক্রিকেটারদের দিকেই ধেয়ে আসে।



promotional_ad

এমন সমালোচনা প্রতি সিরিজেই হয়। যা বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে দেয় বলে মনে করে করছেন মুমিনুল। ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমি একটি কথা বলি, হয়তো আপনাদের কাছে শুনতে হাস্যকর লাগবে। তবে আমরা যেকোনো সিরিজ শুরু করার আগে আপনাদের একটি বড় ভূমিকা থাকে। যেটা আফগানিস্তানের সঙ্গে সিরিজ শুরু করার আগেও ছিল। কথাটি হয়তো আমার বিরুদ্ধে আসতে পারে। অন্যভাবে নিয়েন না দয়া করে।'


'আমরা যখন আফগানিস্তানের সঙ্গে খেলি তখন আপনারা নানা এমন প্রশ্ন করেছিলেন, যেন আমরা গুরুত্ব দিয়ে খেলছি না। বিষয়টি আমরা চিন্তা করতে না চাইলেও সেটা আপনার মাথায় ঢুকবে। জিনিসটিকে যদি আপনারা এভাবে ভাবেন তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমার কাছে মনে হয় মানসিকভাবে এই পর্যায়ে এসে আমাদের আরো শক্তিশালী হতে হবে।' যোগ করেন তিনি।


ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যা ইতোমধ্যে সমালোচিত ক্রিকেট পাড়ায়। আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে ১৫০ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশ।



এখানেই স্বাগতিকদের থেকে অনেক বেশি পিছিয়ে পড়ে মুমিনুলের দল। তবুও সাংবাদিকদের দলের সমালোচনা না করে পাশে থাকার পরামর্শ দিয়েছেন অধিনায়ক মুমিনুল, তাঁর বক্তব্যে এমনটাই ফুটে ওঠে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball