দ্বিতীয় টি-টোয়েন্টির আগে চাপে আছে ভারত

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারের পর চাপে আছে ভারত। দ্বিতীয় ম্যাচে হারলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে তাদের। এমন পরিস্থিতে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে রোহিত শর্মার দল।
ম্যাচ শুরুর আগে বুধবার সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, পুরো দলের উপরই পারফর্মেন্সের চাপ আছে। প্রথম ম্যাচে দল হিসেবেই হেরেছে ভারত, সেটা মেনে নিয়েছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। দ্বিতীয় টি-টোয়েন্টিতে দল হিসেবেই ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা।

এ প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘ব্যাপারটা খুব সহজ, পুরো দলের ওপরই পারফর্ম করার চাপ আছে; কোনো নির্দিষ্ট বিভাগের ওপর নয়। আমরা একটা দল হিসেবে হেরেছি, শুধু একটা বোলিং ইউনিট হিসেবে হারিনি। তাই পুরো দলের ওপরই দৃষ্টি থাকবে। দলগতভাবে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে।’
সিরিজে টিকে থাকতে দল হিসেবে ব্যাটিং-বোলিং সব বিভাগেই ঘুরে দাঁড়ানোর প্রয়োজন দেখছেন ভারতের অধিনায়ক। ব্যাটসম্যানরা নিজেদের কাজটা ঠিকভাবে করলে এবং বোলাররা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিতে পারলে জয়ের বিকল্প দেখছেন না রোহিত।
তিনি বলেছেন, ‘ব্যাটসম্যানদের নিজেদের কাজটা ঠিকঠাক করতে হবে। বোলারদের নিজেদের মেলে ধরতে হবে এবং প্রয়োজনের সময়ে গুরুত্বপূর্ণ উইকেট নিতে হবে। এটাই পরিকল্পনা। আমরা কোনো নির্দিষ্ট বিভাগের ওপর মনোযোগ দিচ্ছি না।’
দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারার ম্যাচে ভারতের হয়ে ব্যাট হাতে কেউই জ্বলে উঠতে পারেননি। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে মাত্র ৩৫ রান তুলেছিল স্বাগতিকরা। এমন ব্যর্থতার জন্য অবশ্য কন্ডিশনকে দায়ী করছেন রোহিত।