একই বছর দুই দেশের হয়ে অভিষেক হচ্ছে ওয়ালশের!

ছবি: ছবিঃ সিপিএল

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরই যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল হেইডেন ওয়ালশ জুনিয়রের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত খেলে এই লেগ স্পিনার ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে আজ (৬ নভেম্বর) ক্যারিবীয়দের হয়ে ওয়ানডে অভিষেক হতে পারে তাঁর।
দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। এই ম্যাচে ক্যারিবীয়দের তুরুপের তাস হতে পারেন ওয়ালশ। যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও বাবা-মার সূত্রে ওয়েস্ট ইন্ডিজের নাগরিক ওয়ালশ।
এর ফলে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ তিনি। যুক্তরাষ্ট্রের হয়ে একটি ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টি খেলা ওয়ালশ এবারের সিপিএলে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে ২২ উইকেট নিয়েছেন। যা টুর্নামেন্ট সর্বোচ্চও।

এমন পারফরম্যান্সের সুবাদেই ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিনি। সিপিএলে দুর্দান্ত খেলে ক্যারিবীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং। গায়ানার হয়ে ১২ ম্যাচে ৪৯৬ রান করেছিলেন কিং।
আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বাকি দুই ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে শনি ও সোমবার। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর।শেষ দুই টি-টোয়েন্টি মাঠে গড়াবে যথাক্রমে ১৬ ও ১৭ নভেম্বর। ২৭ নভেম্বর শুরু হবে দুই দলের একমাত্র টেস্ট।
ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথমবারের আফগানিস্তান দলে ডাক পেয়েছেন ইব্রাহিম জাদরান। কয়েক মাস আগেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে তাঁর। এবার ওয়ানডে অভিষেক হতে চলেছে এই তরুণ ব্যাটসম্যানের।
এ ছাড়া দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার দৌলত জাদরান এবং ইয়ামিন আহমদজাই। আফগানিস্তানের স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন অধিনায়ক রশিদ খান। তাঁর সঙ্গী হিসেবে থাকবে মুজিব উর রহমান। এছাড়া অলরাউন্ডার মোহাম্মদ নবিকেও খন্ডকালীন স্পিন বোলার হিসেবে দেখা যাবে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ কাইরন পোলার্ড, শাই হোপ, এভিন লুইস, শিমরন হেটমেয়ার, সুনীল আমব্রিস, নিকোলাস পুরান, ব্র্যান্ডন কিং, রস্টন চেজ, জেসন হোল্ডার, হেইডেন ওয়ালস জুনিয়র, খারি পিয়েরে, শেল্ডন কটরেল, কিমো পল, আলজারি জোসেফ, রোমারিও শেফার্ড।
আফগানিস্তান স্কোয়াডঃ রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, জাভেদ আহমাদি, আফসার জাজাই, গুলবদিন নাইব, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, শরাফউদ্দিন আশরাফ, ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমেদজাই, নবীন উল হক, ইকরাম আলি খিল এবং মুজিব উর রহমান।