রশিদ-নবিদের নিয়ে সতর্ক ওয়েস্ট ইন্ডিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফিল সিমন্স আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন বিশ্বকাপের পর। দলটির শক্তিমত্তা সম্পর্কে ভালোই ধারণা আছে তাঁর। এই আফগানিস্তানের বিপক্ষেই বুধবার থেকে ওয়ানডে সিরিজে লড়বে ওয়েস্ট ইন্ডিজ।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্বে আছেন সিমন্স। যে কারণে ম্যাচের আগে প্রতিপক্ষ আফগানিস্তানকে নিয়ে দলকে সতর্ক করেছেন তিনি। সিমন্সের দাবি, নিজেদের দিনে যেকোনো দলকে হারিয়ে দিতে পারে আফগানরা।
সিমন্স বলেন, ‘প্রতিপক্ষ আফগানিস্তান সম্পর্কে আমার ধারণা খুবই ইতিবাচক। দীর্ঘদিন দলটির সঙ্গে কাজ করেছি আমি। তারা এখনও তরুণ, তবে নিজেদের দিনে যেকোনো দলকে হারিয়ে দিতে পারেন রশিদ-নবিরা।’

এর আগে দুইবার ক্যারিবিয়ানদের হারিয়েছে আফগানরা। সে সময় দলটির কোচের ভূমিকায় ছিলেন সিমন্স। এবার ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে উল্টো চিত্র দেখার আশা করছেন তিনি।
সিমন্স বলেন, ‘এর আগে দুইবার আফগানিস্তান ক্যারিবিয়ানদের হারিয়েছে। দুইবারই আমি রশিদ-নবিদের কোচ ছিলাম। এবার আমি ক্যারিবিয়ানদের দায়িত্বে আছি।’
‘উল্টো চিত্র দেখার আশা করছি। আমার বিশ্বাস ছেলেরা নিজেদের সেরাটা দিয়ে খেলবে। পরিকল্পনা মোতাবেক খেলতে পারলেই সফল হয়ে মাঠে ছাড়বে দল। ভালো একটি ম্যাচের অপেক্ষায় আছি।’
দেরাদুন আফগানিস্তান দলের হোম গ্রাউন্ড হলেও এবার সিরিজটি হচ্ছে ভারতের লক্ষ্ণৌতে। বুধবার থেকে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজটি। ওয়ানডে সিরিজের পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।