এবার ঘূর্ণিঝড় বাধায় বাংলাদেশ-ভারতের ম্যাচ!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লীর বায়ুদূষণের বাধা পার করে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এখন এগিয়ে গেছে বাংলাদেশ। রবিবার স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারানো বাংলাদেশের পরবর্তী ম্যাচের ভেন্যু রাজকোট। কিন্তু সেই ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে জেগেছে শঙ্কা।
৭ নভেম্বর রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। যদিও শেষ পর্যন্ত বাতিল হতে পারে ম্যাচটি। কারণ সৌরাষ্ট্র ও পুরো দক্ষিণ গুজরাটের দিকে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘মাহা’।

সেখানকার আঞ্চলিক আবহাওয়া দফতরের প্রধান জয়ন্ত সরকার পিটিআইয়ের সঙ্গে আলাপকালে এই তথ্য দিয়েছেন। তাদের ধারণা, বৃহস্পতিবার ভোরের মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।
জয়ন্ত সরকার বলেন, ‘আগামী বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঝড়টি। এই মুহূর্তে সাইক্লোন ‘মহা' দিউ থেকে ৫৮০ কিলোমিটার ও ভারাভালের উত্তর-পশ্চিম থেকে ৫৫০ কিলোমিটার কেন্দ্রে অবস্থান করছে।’
ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে তাঁর টুইটার অ্যাকাউন্টে সাইক্লোন এবং ম্যাচের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা লিখেছেন।
হার্শা লিখেছেন, ‘রাজকোটে ম্যাচটির আগে দুঃসংবাদ। পূর্ব উপকূলে সাইক্লোনের জন্য ৬-৭ নভেম্বর সৌরাষ্ট্র উপকূলের জেলেদের জন্য বিপজ্জনক অ্যালার্ট জারি করা হয়েছে। আশা করছি, সেখানকার বাসিন্দাদের জন্য সেটা বিপজ্জনক হবে না। এই বছরের আবহাওয়া খুবই অনিশ্চিত, কিছু বলা যায় না কখন কী হবে।’
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ৭ নভেম্বর বৃহস্পতিবার সিরিজ জয়ের মিশনে মাঠে নামার কথা মাহমুদউল্লাহবাহিনীর। ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচটি।