promotional_ad

ইতিহাসের দ্বারপ্রান্তে ভারত-বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারত এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে এক হাজারতম টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামলেই নতুন ইতিহাস রচনা করবে বাংলাদেশ-ভারত। 


এক হাজারতম এই ম্যাচটি নিঃসন্দেহে জয় দিয়ে রাঙিয়ে রাখতে চাইবে দুই দলই। যদিও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। কারণ এই মাঠে এর আগে একটিও ম্যাচ খেলেনি মাহমুদউল্লাহরা।  



promotional_ad

২০০৬ সালে প্রথম টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ ম্যাচ খেলেছে ৮৯টি। এর মধ্যে মাত্র ২৯টিতে জয় পেয়েছে তারা। মাহমুদউল্লাহদের জয়ের শতাংশ ৩৩.৩৩। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত অবশ্য এই ফরম্যাটে বেশ অভিজ্ঞ। 


১২০টি ম্যাচ খেলে ৭৪টিতে জয় পেয়েছে ভারত। তাদের জয়ের শতাংশ ৬৩.৬৭। ভারতের সমান ম্যাচ খেলেছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। ১২০ ম্যাচে ৬৩টিতে জিতেছে তারা এবং দলটির জয়ের শতাংশ ৫৪.৭০। 


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৪৭টি ম্যাচ খেলেছে পাকিস্তান। যার মধ্যে ৯০টিতে জয় লাভ করেছে তারা। দলটির জয়ের শতাংশ ৬২.৬৭। পাকিস্তানের পর দ্বিতীয় সর্বোচ্চ ১২৩টি করে ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। 



এর মধ্যে নিউজিল্যান্ড জয় পেয়েছে ৬০টিতে এবং শ্রীলঙ্কার জয় সংখ্যা ৫৯টি।  কেন উইলিয়ামসনের দলের জয়ের শতাংশ ৫২.০৮ ও লাসিথ মালিঙ্গাদের ৪৯.১৮। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball