promotional_ad

মাশরাফিকে ছাড়ানোর অপেক্ষায় আল-আমিন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দীর্ঘ সাড়ে ৩ বছর পর বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পেসার আল-আমিন হোসেন। রবিবার ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার অপেক্ষায় র‍য়েছেন তিনি। 


শুধু তাই নয়, এই ম্যাচের একাদশে জায়গা পেলে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে আল-আমিনের সামনে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি আল-আমিন। ২৫ ম্যাচে ৩৯ উইকেট শিকার করেছেন তিনি। 



promotional_ad

তালিকার চার নম্বরে থাকা মাশরাফি ৫৪ ম্যাচে ৪২ উইকেট নিয়েছেন। ২০১৭ সালে টি-টোয়েন্টিকে বিদায় জানানো মাশরাফিকে ছাড়াতে ৪ উইকেট প্রয়োজন আল-আমিনের।    


এছাড়া সিরিজে ৬ উইকেট নিতে পারলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিন নম্বরে উঠে যাবেন ডানহাতি এই পেসার। একই সঙ্গে অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাককে ছাড়িয়ে যাবেন তিনি। ৩৪ টি-টোয়েন্টিতে রাজ্জাকের শিকার ৪৪ উইকেট।


বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৭৬ ম্যাচে তাঁর শিকার ৯২ উইকেট। তালিকার দুই নম্বরে আছেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ৩৪ ম্যাচে ৫২ উইকেটের মালিক তিনি। 



ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৩ নভেম্বর দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭ ও ১০ নভেম্বর। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball