গাঙ্গুলি সভাপতি থাকলে কুম্বলেই কোচ থাকতেন!

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের কোচ থাকা অবস্থায় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে লম্বা সময় ধরে বিরোধ চলছিল অনিল কুম্বলের। এ কারণে শেষ পর্যন্ত কোচের পদ ছাড়তেও হয়েছিল কুম্বলেকে। সৌরভ গাঙ্গুলি যদি তখন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি থাকতেন তাহলে কুম্বলেকে চলে যেতে হতো না বলে মন্তব্য করেছেন বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদ্য প্রাক্তন প্রধান বিনোদ রাই।
সম্প্রতি বিনোদ বলেছেন, ‘তখন বিসিসিআই প্রধান থাকলে বিরাট কোহলির মাথার ওপর কুম্বলকে চাপিয়ে দিতেন সৌরভ। এটা তখন আরও সমস্যার সৃষ্টি করতো। কুম্বলের প্রতি আমার শ্রদ্ধা, কেননা সে নিজ থেকেই বিদায় নিয়েছে।’

২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ছয় মাস আগ থেকেই কুম্বলের সঙ্গে মতের অমিল হচ্ছিল কোহলির।
দ্বন্দ্ব একসময় চরমে ওঠে। এমনকি অনুশীলন করতে আসলেও প্রধান কোচ কুম্বলের শরনাপন্ন হননি কুম্বলে। সেই বিতর্ক সমাধানের প্রাণপন চেষ্টা করেছিলেন বিনোদ রাই।
শেষ পর্যন্ত অবশ্য নিজ থেকেই ভারতের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান কুম্বলে। এরপর দ্বিতীয় দফায় ভারতের প্রধান কোচের দায়িত্ব পান রবি শাস্ত্রী।