promotional_ad

বাংলাদেশ সিরিজে পান্তের অগ্নিপরীক্ষা

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে তুলনামূলক সফল হলেও রঙিন পোশাকে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না ঋষভ পান্ত। তবু বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ আসন্ন বাংলাদেশ সিরিজে ভরসা রেখেছেন পান্তের ওপরই। যদিও এই সিরিজে জায়গা পেয়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঞ্জু স্যামসনও।  


সব সময়ের মতো গত কয়েক বছরও ভারতের পাইপলাইন বেশ শক্তিশালী ছিল। এমন পাইপলাইন থাকার পরও অফফর্মে থাকা পান্তকে কেন বাদ দেয়া হচ্ছে না, সেটা নিয়ে ভারতীয় মিডিয়ায় বিতর্ক চলছেই। এবার একটু নড়েচড়ে বসলেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক। টি-টোয়েন্টি স্কোয়াডে স্যামসনকে রেখে যেন পান্তকে বার্তা দিতে চাইলেন তিনি।

প্রসাদ বলেন, ‘পান্তের পক্ষে আমরা আগেও বলেছি। এখনও বলছি। সে এখনও ভালো খেলতে পারেনি, এটা সত্যি। তবে সে ভালো খেলবে এই ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস আছে। বিশ্বকাপের পর থেকে পান্তের ওপর আমরা আরও ভালো করে নজর দিচ্ছি।’

‘বিশ্বকাপ শেষেই বলেছিলাম যে আমরা তরুণদের সুযোগ দিচ্ছি। স্যামসনকে বাড়তি উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে। শেষবার যখন স্যামসন বাদ পড়েছে, তখন সে ধারাবাহিক ছিল না। এরপর সে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছে। ভালো খেলার কারণেই সে দলে জায়গা করে নিয়েছে।’

১১ টেস্ট ম্যাচে পান্তের গড় ৪৪.৩৫। সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি আছে দুটি করে। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পান্তের গড় যথাক্রমে ২২.৯ এবং ২০.৩১। ১২টি ওয়ানডে খেলে এখনও হাফ সেঞ্চুরির দেখা পাননি পান্ত! ২০টি টি-টোয়েন্টিতে তাঁর হাফ সেঞ্চুরি আছে মাত্র দুটি।

তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে আগামী নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডঃ রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সাঞ্জু স্যামসন, শ্রেয়াশ আইয়ার, মনিষ পান্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিভম ডুবে ও শার্দুল ঠাকুর।

ভারতের টেস্ট স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল, ঋষভ পান্ত।  


promotional_ad



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball