মরগানের চাওয়াতেই নতুন দায়িত্বে বিলিংস
ছবি: ছবিঃ- ইসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ইয়ন মরগানের চাওয়াতেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটের সহ-অধিনায়কত্ব দেয়া হয়েছে স্যাম বিলিংসকে। তরুণ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান নিজেই জানিয়েছেন এমনটা।
বিলিংস বলেন, ‘মরগান দুই সপ্তাহ আগে আমাকে ফোন দেয়। সে বলেছে যে আমাকে তাঁর ডেপুটি হিসেবে চায়। আমার মনে হয় সে আমার মধ্যে তেমন কিছুই দেখেছে। আমি তাঁর কাছ থেকে শেখার জন্য মুখিয়ে আছি।’
২৮ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান দলের সহ-অধিনায়ক হওয়ার আনন্দে ভাসছেন। তবে সবার আগে ব্যাট হাতে রান পেতে চান তিনি। একইসঙ্গে উইকেট কিপিংয়েও রাখতে চান অবদান।

বিলিংস আরও বলেন, ‘এই দলে প্রথমে আমি ব্যাটসম্যান হিসেবে খেলতে যাচ্ছি। এরপর উইকেটরক্ষক হিসেবে। এই দুই জায়গায় আমাকে খুবই ভালো খেলতে হবে।’
‘একইসঙ্গে ধারাবাহিক হতে হবে। সহ-অধিনায়কত্ব হচ্ছে অতিরিক্ত পাওনা। আমি এটা উপভোগ করব। এটা আপনাকে দায়িত্ব নিতে শেখাবে।’
নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড।
ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), টম বেনটন, স্যাম বিলিংস, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাট পার্কিন্সন, আদিল রশিদ ও জেমস ভিন্স।
ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জশ বাটলার (উইকেটরক্ষক), জ্যাক ক্রলি, স্যাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ম্যাট পার্কিন্সন, ওলি পোপ, ডোমিনিক সিবলি, বেন স্টোকস ও ক্রিস ওকস।