রেকর্ড বই ওলট-পালট করে দিলেন রোহিত

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন রোহিত শর্মা। সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন ভারতীয় এই ওপেনার। এরপর সিরিজের তৃতীয় টেস্টে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
রাঁচি টেস্টের প্রথমদিনই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন রোহিত। ম্যাচের দ্বিতীয় দিন মাঠে নেমে সেটাকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেন তিনি। ১৯৯ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যান এই ওপেনার। বিরতি থেকে ফিরেই লুঙ্গি এনগিদির করা শর্ট পিচ ডেলিভারিটিকে নিজেদের ড্রেসিংরুমের সামনে আছড়ে ফেলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত।

এর মধ্য দিয়ে বেশ কয়েকটি রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন ডানহাতি এই ওপেনার। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত। এ ছাড়া বিশ্বের মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ও টেস্ট উভয় ফরম্যাটে ডাবল সেঞ্চুরির মালিক হলেন তিনি।
রোহিতের আগে শচিন টেন্ডুলকার, বীরেন্দর শেবার এবং ক্রিস গেইল এই কীর্তি গড়েছেন। ডাবল সেঞ্চুরি করার পথে মারা ছক্কাটি রোহিতের টেস্ট ক্যারিয়ারের ৫০তম। চলতি সিরিজে তাঁর ছক্কার সংখ্যা এখন ১৯টি। যা এক সিরিজের সর্বাধিক ছক্কার রেকর্ড।
চলতি সিরিজে রোহিতের রান এখন ৫২৯। ভারতের পঞ্চম ওপেনার হিসেবে কোনো টেস্ট সিরিজে পাঁচ শতাধিক রানের রেকর্ড গড়েছেন তিনি। এর আগে সুনীল গাভাস্কার, বীরেন্দর শেবাগ, ভিনু মানকার এবং বুধি কুন্দেরান এই কীর্তি গড়েছিলেন।