পাকিস্তানের নতুন অধিনায়কের প্রতিজ্ঞা...

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সরফরাজ আহমেদকে বরখাস্ত করে টেস্টের অধিনায়কত্ব আজহার আলীর কাঁধে তুলে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের দায়িত্ব পেয়ে আজহার জানিয়েছেন, শুধু ম্যাচ জয়েই সীমাবদ্ধ থাকতে চান না তিনি। খেলোয়াড়দের বিকাশের সুযোগ দিতে চান তিনি।
২০১৫ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর প্রথমবারের মতো নেতৃত্ব তুলে দেয়া হয়েছিল আজহারের কাঁধে। এরপর বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে হোয়াইটওয়াশ হলে তাঁর নেতৃত্ব কেড়ে নেয়া হয়। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দেয়া হয় সরফরাজ আহমেদকে। এবার তাঁর কাছ থেকেই নেতৃত্ব ফিরে পেলেন আজহার।

নিজের লক্ষ্যের কথা জানিয়ে আজহার বলেছেন, ‘শুধু ম্যাচ জয় আমার লক্ষ্য নয়, এর পাশাপাশি খেলোয়াড়দের বেড়ে ওঠার ও নিজেদের মেলে ধরার সুযোগ করে দিতে চাই। এতে করে পাকিস্তান ক্রিকেট সর্বোচ্চ পর্যায়ের দিকে তার যাত্রা অব্যাহত রাখতে পারবে। ক্রিকেটীয় চেতনা তুলে ধরা এবং দেশ ও দলের ভাবমূর্তি বাড়াতে কাজ করাটা চালিয়ে যাব।’
কিছুদিন আগেই প্রধান কোচ ও প্রধান নির্বাচক হিসেবে পাকিস্তানের দায়িত্ব নিয়েছেন মিসবাহ উল হক। সেই সঙ্গে দলটির বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন কিংবদন্তি ওয়াকার ইউনুস। তাদের পরামর্শ এবং নির্দেশনা অনেক কাজে লাগবে বলে বিশ্বাস আজহারের।
এ প্রসঙ্গে পাকিস্তানের টেস্ট অধিনায়ক বলেন, ‘নতুন টিম ম্যানেজমেন্ট নিয়ে পাকিস্তানের ক্রিকেটে এখন রোমাঞ্চকর একটা সময়। ম্যানেজমেন্টে অনেক অভিজ্ঞ মানুষ থাকায় একজন অধিনায়ক হিসেবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। তাদের ওপর আমি দিক নির্দেশনা ও পরামর্শের জন্য নির্ভর করতে পারি।’
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে আজহার জানিয়েছেন, প্রতিভাবান খেলোয়াড়দের অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে সরফরাজ আহমেদ দারুণ কাজ করেছেন। এবার তিনি সেই সব খেলোয়াড়কে অনুপ্রাণিত করে দলগত সাফল্য আনতে চান।