promotional_ad

ডু প্লেসির অদ্ভুত সিদ্ধান্তে চটেছেন স্মিথ

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উপমহাদেশের মাটিতে ৯ টেস্টে টস করতে নেমে সবকটিতেই হেরেছেন ফাফ ডু প্লেসি। তাই রাঁচি টেস্টে টেম্বা বাভুমাকে বদলি অধিনায়ক হিসেবে টস করতে পাঠিয়েছিলেন ডু প্লেসি। তাতেও ভাগ্য সহায় হয়নি প্রোটিয়াদের। এই ম্যাচে টস হেরে আগে বোলিংয়ে নামতে হয় দক্ষিণ আফ্রিকাকে।


ডু প্লেসির এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। টুইটারে এক বার্তায় স্মিথ জানিয়েছেন, ডু প্লেসির এই সিদ্ধান্তে অসন্তুষ্ট তিনি। দৃশ্যটি মোটেও ভালো লাগেনি তাঁর।



promotional_ad

স্মিথ লিখেছেন, ‘অদ্ভুত একটি মুহূর্ত, তবে এটা আমার জন্য কষ্টেরও। এতে বোঝা যায় দক্ষিণ আফ্রিকা দলের মানসিক অবস্থাটা কী। দৃশ্যটা মোটেও ভালো লাগেনি আমার।’  


বদলি অধিনায়ক দিয়ে টস করিয়ে সন্তুষ্ট হতে পারেননি ডু প্লেসিও। উপমহাদেশে দশমবারের মতো টস হেরে প্রোটিয়া অধিনায়ক মজার ছলে বলেছেন, ‘এতে স্পষ্ট হলো কোনও মানে নেই এটার (বদলি অধিনায়ক দিয়ে টস করানো)।’


রাঁচি টেস্টের টসের সময় কিছুটা ঝামেলাই পাকিয়ে ফেলেছিলেন টস রিপোর্টের দায়িত্বে থাকা মুরালি কার্তিক। ভারতের অধিনায়ক বিরাট কোহলি কয়েন ছুড়লে টেম্বা বাভুমা ‘হেডস’ ডাকেন।



কার্তিক বলেন, ‘টেইলস ইজ দ্য কল (টেইলস ডাকা হয়েছে)।’ পরে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন দেখেন কয়েনে উঠেছে টেইলস, এ সময় কার্তিক বলেন ‘টেইলস ইট ইজ (টেইলই উঠেছে)।’


কার্তিকের এমন কাণ্ড অবশ্য টসে কোনো প্রভাব ফেলেনি। বাভুমা টস হেরেছেন জেনে দ্রুতই মাঠ ছাড়েন। এরপর বাকি আনুষ্ঠানিকতা শেষ করেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball