রাঁচিতে দক্ষিণ আফ্রিকার হোয়াইটওয়াশ এড়ানোর মিশন

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে দক্ষিণ আফ্রিকার। এবার সিরিজের তৃতীয় এবং ওয়ানডেতে দলটির লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। শনিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় রাঁচি আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে আছে বিরাট কোহলির দল। এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে স্বাগতিক ভারত। উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার বদলে একাদশে ফিরতে পারেন ঋষভ পান্ত। এই ম্যাচে একজন বাড়তি স্পিনার খেলাতে পারেন কোহলি।

শেষ মুহূর্তে চায়নাম্যান বোলার কুলদীপ যাদব কাঁধের ইনজুরিতে পড়ায় কিছুটা বিপাকেই পড়েছে ভারত। তাঁর বদলি হিসেবে সিরিজের শেষ ম্যাচের জন্য ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিমকে। যদিও এই ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম।
হোয়াইট ওয়াশের শঙ্কায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ টেস্টে একটি জয় পেতে মুখিয়ে আছে ফাফ ডু প্লেসির দল। উপমহাদেশে ৯ টেস্টে অধিনায়ক হিসেবে টস করে প্রত্যাকটিতেই হেরেছেন ডু প্লেসি। এবার রাঁচি টেস্টে অন্য কাউকে টস করতে পাঠানোর ইঙ্গিত দিয়েছেন প্রোটিয়া দলপতি।
রাঁচি টেস্টের আগে ডু প্লেসি বলেছেন, 'টস জয়ের মাধ্যমেই আমরা এটা শুরুর আশা করছি। সম্ভবত আগামীকাল টস করতে আমরা অন্য কাউকে পাঠাবো। কেননা টসে আমার রেকর্ড খুব বেশি ভালনা এবং টস জয়ের পর প্রথম ইনিংসে আমরা যদি বড় স্কোর গড়তে পারি। এখন থেকে আমাদের এটা শুরু করা দরকার।’
ডান হাতের কব্জিতে চোটের কারণে রাঁচি টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রকার নির্ভরযোগ্য ব্যাটসম্যান এইডেন মার্করাম। পুণে টেস্টে দুই ইনিংসেই রান পাননি তিনি। দ্বিতীয় ইনিংসে এলবিডব্লিউ হন। এরপর রিভিউ নেননি মার্করাম। পরে রিপ্লেতে দেখা যায়, তিনি আউট ছিলেন না।
রান করতে না পারার হতাশায় নিজের হাতের কব্জিতে আঘাত করেন এই ব্যাটসম্যান। সেটাই বিপদ ডেকে আনল এই প্রোটিয়া ওপেনারের। সব মিলিয়ে কোণঠাসা দক্ষিণ আফ্রিকার ঘুরে দাঁড়ানোর মিশন রাঁচি টেস্ট।