promotional_ad

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ৬৩৩ রেটিং পয়েন্ট নিয়ে সর্বশেষ প্রকাশিত টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২০ নম্বরে উঠে এসেছেন তিনি।


 বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং উমেশ যাদবেরও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনে টেস্টে ছয় উইকেট করে পাওয়ায় তিন ধাপ এগিয়েছেন স্পিনার অশ্বিন। বর্তমানে ৭ নম্বরে অবস্থান করছেন তিনি। পেসার যাদব ছয় ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ২৫তম স্থানে। 



promotional_ad

এদিকে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে রেটিং পয়েন্টে উন্নতি হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে ২৫৪ রানের ইনিংস খেলা কোহলির পয়েন্ট এখন ৯৩৬। শীর্ষে থাকা স্টিভ স্মিথের চেয়ে মাত্র এক পয়েন্টের ব্যবধান কোহলির।  


টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মায়াঙ্ক আগারওয়াল, রবীন্দ্র জাদেজা, ভারনন ফিল্যান্ডার এবং কেশব মহারাজেরও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি এবং দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পাওয়া আগারওয়াল ৮ ধাপ এগিয়ে ১৭ তম স্থানে উঠে এসেছেন।


এছাড়াও ক্যারিয়ারের সেরা ৪০তম স্থানে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার জাদেজা।  দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ফিল্যান্ডার ৯২ থেকে উঠে এসেছে ৮২ নম্বর স্থানে। আর মহারাজ ১৩০ নম্বর থেকে জায়গা করে নিয়েছেন ১১৫ নম্বরে।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball