সুমনের প্রথম ৫ উইকেট

ছবি: ছবি- ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম স্তরের খেলায় দুর্দান্ত বোলিং করেছেন ঢাকা বিভাগের সুমন খান। তাঁর বিধ্বংসী বোলিংয়ে মুশফিকুর রহিম, জহুরুল ইসলামদের প্রথম ইনিংসে ১৯৭ রানে থামিয়ে দিয়েছে ঢাকা। ৪৩ রানের লিড পেয়েছে শুভাগত হোমের দল।
দ্বিতীয় দিনে ৩ উইকেট নেয়া সুমন তৃতীয় দিনের সকালে তুলে নেন আরও ২ উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার।
১৭৬ রান এবং ৪ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে রাজশাহী। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে অধিনায়ক জহুরুল এবং ১৪ রানে অলর??উন্ডার ফরহাদ রেজা অপরাজিত ছিলেন।
দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই দুই ক্রিকেটার তৃতীয় দিনে উইকেটে থিতু হতে পারেনি। ফরহাদ রেজা নামের পাশে ২ রান যোগ করতেই ব্যক্তিগত ১৬ রানে সুমনের বলে ক্যাচ দিয়ে ফেরেন।

ফরহাদের বিদায়ের পর জহুরুলও সাজঘরের পথ ধরেন। ৬৪ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ওপেনার। তাঁকে ফেরান সালাউদ্দিন শাকিল। শেষের দিকের ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে না পারলে ১৯৭ রানে সবকটি উইকেট হারায় রাজশাহী। দলটির হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন মুশফিক।
সুমনের সঙ্গে দারুণ বোলিং করে ৩ উইকেট তুলে নিয়েছেন শাকিল। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন নাজমুল ইসলাম এবং শুভাগত হোম।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৪০ রান সংগ্রহ করে ঢাকা। তাইবুর রহমানের অপরাজিত ৮৮ এবং রনি তালুকদারের ৬৩ রানের ইনিংসে এই পুঁজি দাঁড় করার দলটি।
বল হাতে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাইজুল ইসলাম। ৩টি উইকেট নিয়েছেন পেসার শফিউল ইসলাম। এ ছাড়া দুটি উইকেট পেয়েছেন ফরহাদ রেজা এবং একটি নিয়েছেন শফিকুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ৭৬.১ ওভারে ২৪০/১০ (তাইবুর ৮৮*, রনি ৬৩; তাইজুল ৪/৯২, শফিউল ৩/৪৩)।
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ ৭৭.৫ ওভারে ১৯৭/১০ (জহুরুল ৬৪, মুশফিক ৭৫; সুমন খান ৫/৫০, শাকিল ৩/৪৭)।