শ্রীলঙ্কায় সিরিজ জয়ের মিশনে মিঠুনরা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজ নির্ধারণী ম্যাচে শনিবার শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ 'এ' দল। কলোম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ 'এ' দলকে ৭ উইকেটের ব্যবধানে হারায় স্বাগতিক শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১ উইকেটের জয় পায় মোহাম্মদ মিঠুনের দল।

আর তাতেই সিরিজে সমতা ফেরে। এর ফলে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের আশা বেঁচে আছে বাংলাদেশের। ওয়ানডে সিরিজের আগে চারদিনের দুটি ম্যাচই ড্র হয়। ফলে দুই দলকেই সিরিজ ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয় বাংলাদেশ 'এ' দল। তাঁরা গুটিয়ে যায় মাত্র ১১৬ রানে। সর্বোচ্চ ৩২ রানের ওপেনার সাইফ হাসান। এরপর বোলাররাও ব্যর্থ হলে ৭ উইকেটের বড় জয় প্রায় শ্রীলঙ্কা।
দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে বাংলাদেশ 'এ' দলকে ২২৭ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা 'এ' দল। জবাবে খেলতে নেমে নাঈম শেখের ৬৮ এবং অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ৫২ রানের সুবাদের শেষ বলে ১ উইকেটের জয় পায় বাংলাদেশ 'এ' দল।
বাংলাদেশ ‘এ’ দল: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহি, ইবাদত হোসেন, সানজামুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত এবং সাইফ হাসান।