promotional_ad

কোহলির অপূর্ণতায় বাংলাদেশ

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। অবাক করার মতো পরিসংখ্যান হলো, চলতি বছর টেস্টে কোহলির এটি প্রথম সেঞ্চুরি। বছরের ৯ মাস কেটে যাওয়ার পর এবার প্রথমবারের মত টেস্টে তিন অঙ্কের দেখা পেলেন ভারতের অধিনায়ক।


প্রোটিয়া পেসার ভারনন ফিল্যান্ডারকে স্ট্রেইট ড্রাইভে দারুণ এক বাউন্ডারি হাঁকিয়ে ১৭৩ বলে সেঞ্চুরি পূরণ করেন কোহলি। এর মধ্য দিয়ে নিজের খেলা প্রায় প্রতিটি টেস্ট দলের বিপক্ষে দেশে এবং দেশের বাইরে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন কোহলি। তবে এই চক্রে কোহলির অপূর্ণতা কেবল বাংলাদেশ।


কোহলি তাঁর টেস্ট ক্যারিয়ারে ৭টি দলের বিপক্ষে টেস্ট খেলেছেন। আয়ারল্যান্ড,  আফগানিস্তান, পাকিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে এখনও সাদা পোষাকে মাঠে নামা হয়নি তাঁর। কোহলি ছয়টি দলের বিপক্ষে দেশে এবং দেশের বাইরে সেঞ্চুরি করেছেন। দেশে এবং দেশের বাইরে শুধু বাংলাদেশের বিপক্ষে তিনি সেঞ্চুরি করতে পারেননি।



promotional_ad

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশে ও দেশের বাইরে সেঞ্চুরির চক্র পূরণ করেছিলেন কোহলি। এবার পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে প্রতিপক্ষ সব দলের বিপক্ষে এই চক্র পূরণে অনেকটাই এগিয়ে গেছেন এই ভারতীয় অধিনায়ক।


২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশের মাটিতে একটি টেস্ট খেলেছিল ভারত। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ হয়েছিল কোহলির। সেই ম্যাচে এই বিশ্বসেরা ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে মাত্র ১৪ রান। এরপর বাংলাদেশের মাটিতে আর টেস্ট খেলার সুযোগ হয়নি ভারতের। ফলে সেঞ্চুরিও করা হয়নি।


২০১৬ সালে একটি মাত্র টেস্টের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। সেই ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন কোহলি। প্রথম ইনিংসে ২৯৫ বলে ২০৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ৩৮। এই চক্র পূরণ করতে বাংলাদেশে এসে সেঞ্চুরি করতে হবে কোহলিকে।


ভারতীয় এই অধিনায়ক অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৭টি সেঞ্চুরি করেছেন। এর ছয়টিই এসেছে অস্ট্রেলিয়ার মাটিতে। একটি মাত্র সেঞ্চুরি দেশের মাটিতে করেছেন কোহলি। ইংল্যান্ডে বিপক্ষে দেশের মাঠে ৩টি ও দেশের বাইরে ২টি সেঞ্চুরি করেছেন তিন ফরম্যাটের ক্রিকেটেই সমান পারদর্শী এই ব্যাটসম্যান।



নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ২টি ও দেশের বাইরে ১টি, শ্রীলঙ্কার বিপক্ষে দেশে ২টি ও লঙ্কানদের মাটিতে ৩টি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশে এবং দেশের বাইরে ১টি করে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে ১টি ও প্রোটিয়াদের মাটিতে ২টি সেঞ্চুরি করেছেন কোহলি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball