সরফরাজের বিশ্রাম চান রশিদ লতিফ

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সরফরাজ আহমেদকে বিশ্রাম নিতে বলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। চাপের কারণে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ এই মুহূর্তে স্বস্তিতে নেই এবং তাঁর আত্মবিশ্বাসও কমে গিয়েছে, মনে করছেন রশিদ লতিফ।
গত বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে হেরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এরপরেই আলোচনায় আসে সরফরাজের পারফরম্যান্স।

বিশ্বকাপে দলকে প্রত্যাশা অনুযায়ী ফলাফল এনে দিতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে দলকে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে জেতান সরফরাজ। এরপর অবশ্য টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ হন তিনি।
দুই সিরিজেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন পাকিস্তানের দলপতি। উইকেটরক্ষক হিসেবে দৃষ্টিকটু মিসও করেছেন তিনি। ক্যাচ মিস এবং স্ট্যাম্পিং মিস করেছেন বেশ কয়েকবার।
এসব চোখে আসার পর রশিদ লতিফ বলেন, 'যখন কেউ চাপে থাকে, তখন আমি মনে করি এক বা দুই ম্যাচ বিশ্রামে থাকাই শ্রেয়। আমি একই কথা কামরান আকমলকেও বলেছিলাম যখন সে চাপে ছিল।
কিন্তু খেলা থেকে কেউই বিশ্রাম চায় না। সরফরাজকে আত্মবিশ্বাসী দেখাচ্ছে না। সে ব্যাটিংয়েও ভালো করছে না। তার চার নম্বরে ব্যাটিং করা সঠিক সিদ্ধান্ত নয়।'