promotional_ad

পাকিস্তান কীভাবে এক নম্বর দল, প্রশ্ন মিসবাহর

ছবিঃ পিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল পাকিস্তান। দলটি কীভাবে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর, এ নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হক।


নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে যায়নি দশজন লঙ্কান ক্রিকেটার। দলের মূল ক্রিকেটারদের ছাড়া খেলতে নামা শ্রীলঙ্কাকে একটি ম্যাচেও হারাতে পারেনি পাকিস্তান, এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ।



promotional_ad

গণমাধ্যমকে তিনি বলেন, 'এই সিরিজে আমাদের অনেক কিছুই পরীক্ষা করার দরকার ছিল। প্রায় একই দল নিয়েই কিন্তু আমরা শেষ তিন-চার বছর খেলেছি। এরাই আমাদের টি-টোয়েন্টিতে এক নম্বর দল বানিয়েছে।


এই সিরিজের ফলাফল নিয়েও অনেক কিছু ভাবার আছে আমাদের। মূল ক্রিকেটারদের ছাড়া খেলতে নামা একটি দলের বিপক্ষে যদি আমরা হেরে যাই, তাহলে আমরা কিভাবে ভাবতে পারি যে আমরা এক নম্বর দল ছিলাম?'


লম্বা সময় পর পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফিরেছে। শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে হারালেও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। সিরিজ হারের দায়ভার পড়েছে কোচ মিসবাহর ঘাড়ে।



'সিরিজ পরাজয়ের দায়ভার আমি নিচ্ছি। এটা হতাশাজনক ছিল যে আমরা ভালো খেলতে পারিনি। কিন্তু এই ক্রিকেটাররাই টানা কয়েক বছর খেলেছে। আপনারা হয়তো আমাকে দোষ দেবেন। কিন্তু আমার দায়িত্ব নেয়ার মাত্র দশ দিন পূর্ণ হয়েছে।', আত্মপক্ষ সমর্থনে বলেছেন মিসবাহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball