টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কোহলির নতুন প্রস্তাব

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে রাজত্ব করছে ভারত। ১৬০ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট বন্টন নিয়ে নতুন প্রস্তাব করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
দেশের বাইরের সিরিজগুলোতে দ্বিগুণ পয়েন্টের প্রস্তাব করেছেন এই তারকা ব্যাটসম্যান। বর্তমানে ঘরের বাইরের সিরিজগুলো থেকে সর্বোচ্চ ১২০ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে দলগুলোর। এই পয়েন্ট বণ্টন পদ্ধতি পরিবর্তনের দাবি করেছেন কোহলি।

তিনি বলেছেন, ‘আমাকে যদি পয়েন্ট টেবিল তৈরি করতে দেওয়া হয়, তাহলে আমি অ্যাওয়ে টেস্ট জয়ে দ্বিগুণ পয়েন্ট দেবো। (টেস্ট চ্যাম্পিয়নশিপের) প্রথম সংস্করণের পর অবশ্যই আমি এটা দেখতে চাইব।’
চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করে ভারত। ওই সফরে ২-০ ব্যবধানে সিরিজ জেতায় কোহলিদের ঝুলিতে জমা হয় ১২০ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে জিতেছে ভারত। এর ফলে তারা পেয়েছে ৪০ পয়েন্ট।
কোহলি মনে করেন, এখন কোনো দলই ড্রয়ের জন্য খেলবে না। চ্যাম্পিয়নশিপের আওতায় আসায় সবগুলো দলই বাড়তি পয়েন্টের আশায় খেলতে নামে বলে বিশ্বাস ভারতীয় অধিনায়কের।
কোহলি বলেছেন, ‘এখন প্রত্যেকটি ম্যাচের গুরুত্ব বেড়েছে। আগের পরিস্থিতিতে তিন ম্যাচের সিরিজে হয়তো অনেকেই ড্র করতে চাইতো। তবে এখন দলগুলো জেতার জন্য মাঠে নামছে বাড়তি পয়েন্টের আশায়। তাই আমার মতে, এটা টেস্ট ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার।’