স্টইনিসকে ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

ছবি: ছবি- ক্রিকেট অস্ট্রেলিয়া

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে দুটি আলাদা আলাদা টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ইংল্যান্ড বিশ্বকাপে আশানরুপ পারফর্ম না করায় এই দল থেকে বাদ পড়েছেন মার্কাস স্টইনিস।
এই অলরাউন্ডারের জায়গায় দলে জায়গা পেয়েছেন পেসার বিলি স্ট্যানলেক। এ ছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ম্যাকডারমটকেও রাখা হয়েছে এই দুটি সিরিজে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ২-০ তে সিরিজ জিতে অস্ট্রেলিয়া। সেই সিরিজের দল থেকে আরও বাদ পড়েছেন ডারসি শর্ট, ন্যাথান কুল্টার নাইল, পিটার হ্যান্ডসকম্ব এবং জেসন বেহরেনডর্ফ।
এদের মধ্যে কেবল বেহরেনডর্ফই ইনজুরির কারণে বাদ পড়েছেন। আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নতুন করে দল সাজাতে চায় সিএ। এ কারণেই স্কোয়াডে বেশ পরিবর্তন এনেছে তারা।
'আগামী বছর ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া। তার আগে আমরা একটি দল গুছিয়ে নিতে চাই।' সিএ এর নির্বাচক ট্রেভর হন্স বলেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের সিরিজটি শুরু হবে ২৭ অক্টোবর। এরপর ৩ নভেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে অ্যারন ফিঞ্চের দল।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডঃ- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।