promotional_ad

হেরাথ-জনসনদের ছাড়িয়ে জাদেজা

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান বিশাখাপত্নমে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বাঁহাতিদের মধ্যে দ্রুততম ২০০ উইকেট তুলে নেয়ায় শ্রীলঙ্কার সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ এবং অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসনকে পেছনে ফেলে শীর্ষে উঠলেন তিনি।


২০০ উইকেট পেতে জাদেজা খেলেছেন ৪৪টি টেস্ট। সমান উইকেট পেতে হেরাথকে খেলতে হয়েছিল ৪৭টি টেস্ট। জনসন এই মাইলফলক ছুঁয়েছেন ৪৯টি টেস্ট ম্যাচে।

ভারতের বাঁহাতি বা ডানহাতি বোলারদের মধ্যে দ্রুততম ২০০ উইকেট পাওয়ার রেকর্ডে শীর্ষে আছেন আরেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ২০০ উইকেট পেতে অশ্বিন খেলেছেন মাত্র ৩৭টি টেস্ট।

অশ্বিনকে পেছনে ফেলতে না পারলেও স্বদেশী আরও দুই স্পিনারকে পেছনে ফেলেছেন জাদেজা। ২০০ উইকেট পেতে হরভজন সিং খেলেছেন ৪৬টি টেস্ট ম্যাচ।

এ ছাড়া কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে ৪৭টি টেস্ট ম্যাচে ২০০ উইকেট অর্জন করেন। ভারতের অষ্টম বোলার হিসেবে ২০০ উইকেট পেয়েছেন জাদেজা।

অশ্বিন, জাদেজা, হরভজন, কুম্বলে ছাড়াও এই তালিকায় আছেন এস চন্দ্রশেখর, কপিল দেব, বিষেণ সিং বেদী ও জাভাগাল শ্রীনাথ।



promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball