পাকিস্তানের হয়ে প্রথমবারের মতো খেলছেন শেহজাদ!
ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে ফিরেছেন আহমেদ শেহজাদ। দলে ফিরে তাঁর মনে হচ্ছে, প্রথমবারের মতো পাকিস্তানের হয়ে খেলছেন শেহজাদ।
'পাকিস্তানের হয়ে আমি আবারো খেলতে পারছি, এ কারণে সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞ। সুযোগ পেয়ে মনে হচ্ছে, পাকিস্তানের হয়ে আমি প্রথমবারের মতো খেলছি।'
'ঘরের মাঠে খেলার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। নিজের দেশের মানুষের সামনে খেলার সুযোগ আসলেই অনেক বড়। পাকিস্তানের মানুষ ক্রিকেট পছন্দ করে। এটা আমাদের অনুপ্রাণিত করে।' বলেছেন শেহজাদ।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাম হাতে চোট পান ইমাম উল হক। মূলত ইমামের ইনজুরির কারণেই দলে ফেরানো হয়েছে শেহজাদের।
প্রায় এক বছর পর দলে ফেরা শেহজাদ পাকিস্তানের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৮ সালের জুনে স্কটল্যান্ডের বিপক্ষে।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৫ অক্টোবর। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭ এবং ৯ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
