ভরসা এখন আকবর-মৃত্যুঞ্জয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ ৭০/৬, ওভার- ১৭.৩
আকবর ২১*, মৃত্যুঞ্জয় ১৫*; আকাশ ৩/১২, পাটিল ১/৪
ভারত অনূর্ধ্ব-১৯ দলঃ ১০৬ অলআউট, ওভার- ৩২.৪

কারান ৩৭, জুরেল ৩৩; শামিম ৩/৮, মৃত্যুঞ্জয় ৩/১৮
আকবরের দিকে তাকিয়ে বাংলাদেশঃ ১০৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে বাংলাদেশ যুব দল। ইতোমধ্যে ৬ উইকেটে হারিয়েছে তারা।
এক প্রান্ত আগলে রেখে দলে জয়ের দিকে এগিয়ে নিচ্ছেন অধিনায়ক আকবর আলী। ২১ রানে ব্যাটিং করছেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে নামা মৃত্যুঞ্জয় চৌধুরী দারুণ সঙ্গ দিচ্ছেন আকবরকে। তিনি ব্যাটিং করছেন ১৫ রানে।
শুরুতেই বিপদে বাংলাদেশঃ যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ১০৭ রানের লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই উইকেট হারিয়ে বিপদে আকবর আলীর দল।
প্রথম তিন ওভারে তিন উইকেট হারিয়েছে দলটি। প্রথম ওভারে ভারতীয় পেসার আকাশের বলে লেগ বিফোরের ফাঁদে পরে সাজঘরে ফেরেন বাঁহাতি ওপেনার তানজিদ তামিম।
শূন্য রানে ফিরেছেন এই বাঁহাতি। পরের ওভারেই ফিরেছেন আরেক ওপেনার পারভেজ ইমন। তৃতীয় ওভারে এসে আবারো আঘাত হানেন আকাশ। নতুন ব্যাটসম্যান তউরহিদ হৃদয়কে শূন্য রানে বোল্ড করে ফেরান তিনি।
উইকেটে আছেন মাহমুদুল হাসান জয় এবং শাহাদাত হোসেন।