ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ যুব দল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ ১৫/৩, ওভার- ৩
শাহাদাত ১*, জয় ১*; আকাশ ২/৭, পাটিল ১/৪

ভারত অনূর্ধ্ব-১৯ঃ ১০৬ অলআউট, ওভার- ৩২.৪
কারান ৩৭, জুরেল ৩৩; শামিম ৩/৮, মৃত্যুঞ্জয় ৩/১৮
শুরুতেই বিপদে বাংলাদেশঃ যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ১০৭ রানের লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই উইকেট হারিয়ে বিপদে আকবর আলীর দল।
প্রথম তিন ওভারে তিন উইকেট হারিয়েছে দলটি। প্রথম ওভারে ভারতীয় পেসার আকাশের ???লে লেগ বিফোরের ফাঁদে পরে সাজঘরে ফেরেন বাঁহাতি ওপেনার তানজিদ তামিম।
শূন্য রানে ফিরেছেন এই বাঁহাতি। পরের ওভারেই ফিরেছেন আরেক ওপেনার পারভেজ ইমন। তৃতীয় ওভারে এসে আবারো আঘাত হানেন আকাশ। নতুন ব্যাটসম্যান তউরহিদ হৃদয়কে শূন্য রানে বোল্ড করে ফেরান তিনি।
উইকেটে আছেন মাহমুদুল হাসান জয় এবং শাহাদাত হোসেন।।