ভারতীয় শিবিরে শামিমের জোড়া আঘাত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত অনূর্ধ্ব-১৯ঃ ৬০/৫, ওভার- ১৮
জুরেল ৩১*, আঙ্কলেকার ২*; শামিম ২/২, মৃত্যুঞ্জয় ১/৯
শামিমের জোড়া উইকেটঃ সাকিব, মৃত্যুঞ্জয়ের পর বল হাতে চমক দেখাচ্ছেন শামিম হোসেন। ভারতীয় যুব দলের এক ওভারেই দুই উইকেট তুলে নিয়েছেন তিনি। উইকেটে থিতু হতে থাকা ব্যাটসম্যান রাওয়াতকে ১৯ রানে বিদায় করার পর নতুন ব্যাটসম্যান হিসেবে নামা বরুণ লাভান্দেকে ০ রানে ফিরিয়েছেন শামিম।

ভারতের অধিনায়ক জুরেল ৩১ রান নিয়ে এখনো উইকেটে আছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন আঙ্কলেকার।
বৃষ্টির হানা ফাইনালেঃ যুব এশিয়া কাপের ফাইনালে হানা দিয়েছে বৃষ্টি। ম্যাচের ১০তম ওভার চলকালে শ্রীলঙ্কার কলম্বোতে বৃষ্টি শুরু হলে মাঠ ছাড়তে বাধ্য হন দুই দলের ক্রিকেটাররা।
বৃষ্টি নামার আগ পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল ৯.৪ ওভার শেষে ২৭ রান, ৩ উইকেটের বিনিময়ে। ১১ রানে উইকেটে রয়েছেন ভারতীয় যুবাদের অধিনায়ক জুরেল এবং ১০ রানে ব্যাটিং করছেন রাওয়াত।
সাকিব-মৃত্যুঞ্জয়ের দুর্দান্ত বোলিংঃ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালের ভারতের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ। তানজিম হাসান সাকিব এবং মৃত্যুঞ্জয় চৌধুরীর দুর্দান্ত বোলিংয়ে ইতোমধ্যে ভারতের তিন উইকেট তুলে নিয়েছে আকবর আলীর দল।
শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। ইনিংসের তৃতীয় ওভারেই প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন সাকিব। ওপেনার অর্জুন আজাদের উইকেট তুলে নেন তিনি।
পরের ওভারেই তিনে নামা ব্যাটসম্যান তিলক ভারমার উইকেট তুলে নেন মৃত্যুঞ্জয়। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন ওপেনার সুবেদ পার্কার। তিনি শামিম হোসেনের হাতে রানআউটের শিকার হয়েছেন।
এখন পর্যন্ত ৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ১০ রান।