সতীর্থদের খেলার মান নিয়ে প্রশ্ন তুললেন সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম টেস্টে দল হিসেবে পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে হতাশায় ডুবিয়েছেন ব্যাটসম্যানরা। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা মমিনুল হকের মতো ব্যাটসম্যানরা নিজেদের মানের প্রতি সুবিচার করতে পারেননি।
যেকারণে সতীর্থদের খেলার মান নিয়ে প্রশ্ন তুলেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার মতে, টেস্টে ভালো করতে হলে ক্রিকেটারদের খেলার মান আরও ব্রিদ্ধি করতে হবে।
খেলোয়াড়রা নিজেদের মান বাড়াতে না পারলে হাতে থাকা বিষয়গুলো ফসকে যাবে বলে মনে করছেন এই অলরাউন্ডার। আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানে হারের পর সংবাদ সম্মেলনে এসে এমনই মন্তব্য করেন সাকিব।

সাকিব বলেন, 'কঠিন প্রশ্ন। আমরা যদি ধারাবাহিক ভাবে ভালো খেলতে চাই আমাদের প্লেয়ারদের মান আরও বাড়াতে হবে। তা না হলে সুবিধা বা ফেভার এই জিনিসগুলো নিয়ে আসলে রেজাল্ট করতে পারবো না।'
এদিকে টেস্টের এই হার দ্রুত ভুলে যেতে চান সাকিব। আসন্ন টি-টোয়েন্টি সিরিজে কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে এখন থেকেই কাজ শুরু করতে চায় তার দল। হাতে অল্প সময় থাকলেও সেটাকেই কাজে লাগানোর কথা বলেছেন এই দলপতি।
সাকিব আরও বলেন, 'টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে হয়তো সবকিছু কন্ট্রোলে আসার একটি সম্ভাবনা তৈরি হবে। সেজন্য প্রস্তুতি নিতে হবে।
হাতে খুব বেশি একটা সময় নেই। আজকে ৯ তারিখ, ১৩ তারিখে প্রথম ম্যাচ। তিন দিন মাত্র হাতে সময় আছে আমাদের। খুব তাড়াতাড়ি টার্ন অ্যারাউন্ড করতে হবে কারণ বেশিরভাগ খেলোয়াড় এখানে যারা আছে তারা টি- টোয়েন্টিতে খেলবে।
তাই সবার মানসিকতা পরিবর্তন করে আবার টি-টোয়েন্টি ফরম্যাশনে আনতে হবে এবং ডিসেন্ট পারফর্ম করে ফলাফলও আনতে হবে। আমাদের জন্য এটি কঠিন। কিন্তু এই ফলাফলটিও আমাদের জন্য খুবই জরুরী যে আমরা যেন ভালো একটি শুরু করতে পারি টুর্নামেন্টটিতে।'