গ্রুপ চ্যাম্পিয়ন হতে আকবরদের বাধা স্বাগতিক দল

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইতোমধ্যে যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। এবার তাদের গ্রুপ পর্বের শেষ স্বাগতিক শ্রীলঙ্কা। আগামীকাল (১০ সেপ্টেম্বর) লঙ্কানদের বিপক্ষে লড়াইয়ে নামবে আকবর আলীর দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।
ইংল্যান্ড সফর থেকেই ভালো ছন্দে আছে বাংলাদেশের যুবারা। ত্রিদেশীয় সিরিজে ফাইনাল খেলে এসেছে দলটি। যদিও শিরোপা ঘরে তোলা হয়নি তাদের, কিন্তু সেই আত্মবিশ্বাস কাজ লাগাচ্ছেন তরুণ এই ক্রিকেটাররা।
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছেন আকবর, তৌহিদ হৃদয়রা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আরব আমিরাতকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ যুব দল। এরপর নেপালের বিপক্ষে অধিনায়ক আকবরের অসাধারণ ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পেয়েছে দলটি।

এখনো গ্রুপ 'বি' য়ের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে বাংলাদেশ। দুই ম্যাচের দুটিতেই জিতেছে দলটি। সমান সংখ্যক ম্যাচ জিতলেও রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে আছে স্বাগতিক শ্রীলঙ্কা। জেতা দলই শীর্ষে থেকে সেমিফাইনাল খেলবে।
তাই দুই দলেরই লক্ষ্য থাকবে ম্যাচটি জেতার। তবে স্বাগতিকদের হারালে আত্মবিশ্বাস বাড়বে বাংলাদেশের। শ্রীলঙ্কাও ছেড়ে কথা বলবে না আকবরদের। চেনা কন্ডিশনের সুবিধা নিয়ে বাংলাদেশকে হারাতে চাইবে স্বাগতিক দলটি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ আকবর আলী (অধিনায়ক) তানজিদ হাসান, পারভেজ হোসেন, অনিক সরকার, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, তামজিম হাসান সাকিব, শাহীন আলম, মিনহাজুর রহমান এবং আশরাফুল ইসলাম সিয়াম।
স্ট্যান্ডবাইঃ হাসান মুরাদ, অমিত হাসান, অভিষেক দাস, মোহাম্মদ রিশাদ হোসেন ও প্রান্তিক নওরোশ নাবিল।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলঃ নিপুন ধনঞ্জয়া (অধিনায়ক), রাবিন্দু রাসান্থা, সান্দুন মেন্ডিস, কাবিন্দু নাবিশান, আহান ভিক্রামাসিংহে, নাভোদ পারানাবিথানা, কামিল মিশারা (উইকেটরক্ষক), আশিয়ান ড্যানিয়েল, দিলশান মাদুসঙ্কা, আমশি ডি সিলভা, ইয়াসিরো রদ্রিগো, আভিশকা থারিন্দু, থভেশা কহদুওয়ারাছি, রোহান সঞ্জয়া, কামিন্দু উইজেসিংহে।