ইংল্যান্ডের কোচ হতে চেয়ে উপহাসের শিকার ফ্লিনটফ

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৪ সালে ইংল্যান্ডের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। তাঁর আবেদন গুরুত্ব পায়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে।
ইসিবির কাছে যখন ফ্লিনটফের মেইল যায়, তখন তারা মনে করে মেইলটি কেউ মজা করিয়ে পাঠিয়েছে বলে মনে করে।

মিডিয়াকে সম্প্রতি এক সাক্ষাৎকারে ফ্লিনটফ বলেন, 'কয়েক বছর আগে আমি ইংল্যান্ডের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলাম। তখন আমাদের দুঃসময় চলছিল। আমি ভেবেছিলাম, তখনই আমার আবেদন করা উচিৎ।
আমি ইন্টার্ভিউ দেওয়ার জন্য একটি মেইল লিখেছিলাম। এক মাসের মধ্যে আমি কোনো উত্তর পাইনি। তারপর আমি বিষয়টি নিয়ে খোঁজ নিতে যাই। আমি একটি কল পাই এবং আমাকে বলা হয় তারা ভেবেছিল এটি কেউ মজা করে করেছে।'
৪১ বছর বয়সী ফ্লিনটফ ইংল্যান্ডের পোশাকে ৭৯টি টেস্ট এবং ১৪১ টি ওয়ানডে খেলেছেন। ২০১০ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলেছেন ২০০৫ সালের অ্যাশেজ জয়ের এই মহানায়ক।