না ফেরার দেশে আব্দুল কাদির

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের কিংবদন্তি স্পিনার আব্দুল কাদির মারা গেছেন। শুক্রবার রাতে লাহোরে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এই লেগস্পিনার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
তাঁর মৃত্যুতে পাকিস্তান ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়া ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, ভিভিএস লক্ষণের মতো কিংবদন্তিরাও শোক প্রকাশ করেছেন।

লেগ স্পিন জগতের অন্যতম এক কারিগর হিসেবে সুখ্যাতি আছে কাদিরের। শেন ওয়ার্ন, মুস্তাক আহমেদ ও দানিশ কানেরিয়াদের মতো পরবর্তী প্রজন্মের বিশ্বসেরা লেগ স্পিনারদের পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি।
১৯৭৭ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল কাদিরের। নিজ ক্যারিয়ারে ৬৭টি টেস্ট খেলেছেন তিনি, নিয়েছেন ২৩৬টি উইকেট। এছাড়া ১০৪টি ওয়ানডেতে ১৩২টি উইকেট শিকার করেছেন কাদির।
টেস্ট ক্রিকেটে এক ইনিংসে পাকিস্তানের হয়ে সেরা বোলিং রেকর্ডটি এখনও তাঁর নামে। লাহোরে ১৯৮৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ রান খরচায় তিনি নিয়েছিলেন ৯ উইকেট।
পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক হয়েও কাজ করেছেন কাদির। এ ছাড়া ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবেও দেখা গেছে তাঁকে।