ডাবল হ্যাটট্রিকে দল জেতালেন মালিঙ্গা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
লাসিথ মালিঙ্গার ডাবল হ্যাটট্রিকে পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৩৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম দুই ম্যাচ জেতায় নিউজিল্যান্ড অবশ্য সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।
কিউইদের বিপক্ষে এ দিন টানা চার বলে চার উইকেট নিয়েছেন মালিঙ্গা। এমন কীর্তি অবশ্য আগেও করেছেন মালিঙ্গা। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ওভার মিলিয়ে এই রেকর্ড গড়েন তিনি। এবার গড়লেন টি-টোয়েন্টিতে, একই ওভারে।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে আট উইকেটে ১২৫ রান তোলে শ্রীলঙ্কা। দলের হয়ে দানুস্কা গুনাথিকালা করেন ৩০ রান। নিরোশান ডিকভেলা করেন ২৪ রান।

কিউইদের হয়ে তিনটি করে উইকেট নেন মিচেল সান্টনার এবং টড অ্যাস্টল। জবাবে ব্যাট করতে নামা কিউইদের ইনিংসে শুরুতেই আঘাত হানেন মালিঙ্গা।
কিছুদিন আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়া এই পেসার ইনিংসের তৃতীয় ওভারেই তুলে নেন চার উইকেট।
সেই ওভারের তৃতীয় বলে কলিন মুনরোকে বোল্ড করে, চতুর্থ বলে হামিশ রাদারফোর্ডকে এলবিডব্লিউ করে, পঞ্চম বলে কলিন ডি গ্র্যান্ডহোমকে বোল্ড করে এবং ওভারের শেষ বলে রস টেলরকে এলবিডব্লিউ করে চার বলে চার উইকেট তুলে নেন বর্ষীয়ান এই পেসার।
অধিনায়ক মালিঙ্গার এমন তাণ্ডবে ১৫ রানের মধ্যেই চার উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। পরে অবশ্য টিম সেফার্টের উইকেটও তুলে নেন মালিঙ্গা। পূর্ণ করেন পাঁচ উইকেট।
শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যাওয়া নিউজিল্যান্ড আর ম্যাচে ফিরতে পারেনি। ১৬ ওভারে ৮৮ রান করেই অলআউট হয় তারা।
২৩ বলে ২৮ রানে অপরাজিত থেকে অধিনায়ক টিম সাউদি শেষদিকে চেষ্টা করেছেন, কিন্তু সঙ্গী পাননি। এই ম্যাচে কিউইদের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মিচেল সান্টনার (১৬)। এ দিন মালিঙ্গা চার ওভারে একটি মেডেনসহ ছয় রান খরচায় পাঁচ উইকেট নেন।