আফগানিস্তানকে প্রথম সেশনেই অলআউট করল বাংলাদেশ
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তান প্রথম ইনিংস ৩৪২/১০, ওভার- ১১৭
(রহমত ১০২, আসগর ৯২, রশিদ ৫১; তাইজুল ৪/১১৬, নাঈম ২/ ৪৩)
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম দিন ম্যাচটিতে টস জিতে ব্যাটিং শুরু করেছে আফগানরা। প্রথম দিন তারা শেষ করেছে ৯৬ ওভারে পাঁচ উইকেটে ২৭১ রান করে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে অলআউট হওয়ার আগে তারা করেছে ৩৪২ রান। টেস্টে এটাই আফগানদের সেরা ইনিংস।
ব্যাট হাতে রশিদের হাফ সেঞ্চুরিঃ
ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করেছেন আফগান দলপতি রশিদ খান।
অবশেষে সাকিবের উইকেটঃ
চট্টগ্রাম টেস্টে অবশেষে উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসান। কায়েস আহমেদকে (৯) মুমিনুল হকের ক্যাচ বানিয়ে মাঠছাড়া করেন তিনি।
তাইজুলের হানাঃ

আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান আফসার জাজাইকেও ফিরিয়েছেন তাইজুল। তাইজুলের টার্ন বুঝতে ব্যর্থ হন আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান। বোল্ড হয়ে ফেরেন ৪১ রান করে।
তাইজুলের তৃতীয়ঃ
দিনের শুরুতেই আফগানিস্তানের ষষ্ঠ উইকেট তুলে নিলেন তাইজুল ইসলা???। উইকেটে থিতু হয়ে যাওয়া আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান আজগর আফগানকে ফেরান তিনি।
৮৮ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছিলেন আজগর। দ্বিতীয় দিনের শুরুতে ৪ রান যোগ করতেই ফিরে যেতে হয় তাঁকে।
সেশনের চতুর্থ ওভারের শেষ বলে তাইজুলকে স্লগ সুইপ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে টপ এজ হন আজগর। উইকেটরক্ষক মুশফিকুর রহিম লুফে নেন হাওয়ায় ভাসতে থাকা সহজ ক্যাচটি।
প্রথম দিনের বিবরণঃ-
ম্যাচের ১৩তম ওভারে আফগান ওপেনার ইহসানুল্লাহকে বোল্ড করে ফিরিয়েছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেটে এটাই ছিল তাইজুলের ১০০তম উইকেট।
এরপর ২৫তম ওভারের প্রথম বলে আরেক ওপেনার ইব্রাহিম জাদরানকেও (২১) ফিরিয়েছেন বাঁহাতি এই স্পিনার। তাইজুলকে উড়িয়ে মারতে গিয়ে মাহমুদুল্লাহর তালুবন্দি হন ইব্রাহিম (৯)।
ইনিংসের ৩৩তম ওভারে বল হাতে নেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের প্রথম ওভারেই হাশমতউল্লাহ শহীদিকে (১৪) ফেরান তিনি। স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফেরেন শহীদি।
দেখেশুনে খেলতে খেলতে হাফ সেঞ্চুরির দেখা পান রহমত শাহ। রহমতের ব্যাটিংয়ে দ্বিতীয় সেশনে লম্বা সময়ে বোলিং করেও সাফল্য পায়নি বাংলাদেশ।
ম্যাচের তৃতীয় সেশনের শুরুতে সেঞ্চুরির দেখা পান রহমত। আফগানদের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে নাঈম হাসানের বলে স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
ফেরার আগে দশটি চার ও দুটি ছক্কায় করেন ১০২ রান। আসগর আফগানের সঙ্গে তিনি জুটি গড়েন ১২০ রানের। রহমতকে ফেরানোর পর আবারো আঘাত হানেন নাঈম। মোহাম্মদ নবিকে শুন্য রানেই মাঠছাড়া করেন তিনি।
পাঁচ উইকেটে ২৭১ রানে প্রথম দিন শেষ করেন অভিজ্ঞ আসগর আফগান (৮৮*)। তাঁকে সঙ্গ দেন আফসার জাজাই (৩৫*)।
বাংলাদেশ একাদশঃ
সৌম্য সরকার, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক)। মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস , মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
আফগানিস্তান একাদশঃ
ইহসানউল্লাহ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, আফসার জাজাই (উইকেট রক্ষক), রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমদজাই, কাইস আহমেদ, জহির খান।