আর্চারকে কটূক্তি, বের করে দেয়া হলো দুই সমর্থককে

ছবিঃ ইসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের পেসার জফরা আর্চারকে কটূক্তি করায় দুই অস্ট্রেলিয়ান সমর্থককে মাঠ থেকে বের করে দেয়া হয়েছে। দুই অজি সমর্থক ইংল্যান্ডের ড্রেসিংরুমের নিচে অবস্থান করছিলেন।


আর্চার ড্রেসিংরুমে যাওয়ার সময় তাঁকে উদ্যেশ্য করে দুই অস্ট্রেলিয়ান বলেন, 'জফরা তুমি তোমার পাসপোর্ট দেখাও।' সেই সঙ্গে বার্বাডোজে জন্ম নেয়া এই ক্রিকেটারকে লক্ষ্য করে বিভিন্ন বাজে মন্তব্য করেছেন তাঁরা।


promotional_ad

দুই অস্ট্রেলিয়ান সমর্থকের পাশেই দাঁড়িয়ে থাকা আরেক সমর্থক নিরাপত্তারক্ষীদের কাছে অভিযোগ জানান। এরপর পুলিশ বিষয়টি জানলে দুই সমর্থককে মাঠের বাইরে বের করে দেয়া হয়।


ওল্ড ট্রাফোর্ডের এই স্টেডিয়ামটি কাউন্টি কাল ল্যাঙ্কাশায়ারের হোম ভেন্যু। ক্লাবটির এক কর্মকর্তা জানিয়েছেন, এমন বাজে ব্যবহারের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার আছেন।


আর্চার বার্বাডোজে জন্ম গ্রহণ করলেও তাঁর বাবা ফ্র্যাঙ্ক আর্চার ইংল্যান্ডের নাগরিক। ফ্র্যাঙ্কের জন্ম ক্যাট ফোর্ডে। সেই সূত্রেই ইংল্যান্ডের হয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছেন আর্চার।


ইংল্যান্ডের সংবাদমাধ্যম দ্যা টেলিগ্রাফ জানিয়েছে, এই ঘটনার পর কোনো মন্তব্য করেননি আর্চার। তবে তিনি এই বিষয়টি নিয়ে চটেছেন। এই বিষয়ে আর্চারের বাবা বলেছেন, 'জফরা ২ বছর বয়সে এখানে এসেছে। তাই এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball