শীর্ষে মালিঙ্গা, তিনে সাকিব

ছবি: ছবি- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
রেকর্ডের পাতায় নাম লেখালেন শ্রীলঙ্কার অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি বোলার বনে গেলেন ডানহাতি এই পেসার।
বর্তমানে মালিঙ্গার উইকেট সংখ্যা ৯৯টি। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ৯৭ উইকেট নিয়ে ম্যাচ শুরু করেন মালিঙ্গা। ইনিংসের প্রথম ওভারেই কলিন মুনরোকে বোল্ড করেন তিনি। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে কলিন ডি গ্র্যান্ডহোমকে বোল্ড করেন এই পেসার।

টি-টোয়েন্টি ফরম্যাটে উইকেট শিকারি বোলারের শীর্ষস্থানটি এতো দিন ৯৮ উইকেট নেয়া পাকিস্তানি লেগ স্পিনার শহীদ আফ্রিদির দখলে ছিল। রোববার সাবেক পাকিস্তানিকে ছাড়িয়ে গেছেন মালিঙ্গা।
আফ্রিদির চেয়ে অনেক কম ম্যাচ খেলেছেন মালিঙ্গা। ৯৯ ম্যাচে ৯৮ উইকেট নিয়েছেন আফ্রিদি। সেখানে মালিঙ্গার ম্যাচ সংখ্যা ৭৪টি, আফ্রিদির চেয়ে ২৫ ম্যাচ কম।
এই দুইজনের পরেই অবস্থান সাকিব আল হাসানের। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের উইকেট ৭২ ম্যাচে ৮৮টি। আরেক পাকিস্তানি রয়েছেন চতুর্থ স্থানে। ৬০ ম্যাচে ৮৫ উইকেট নিয়েছেন এই পেসার। ৬৪ ম্যাচে গুলের সমান উইকেট নিয়েছেন তাঁরই স্বদেশি সাঈদ আজমল।