promotional_ad

৪৩ কর্মী ছাঁটাই করলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড

ছবিঃ এসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) রবিবার তাদের ৪৩ জন কর্মীকে ছাঁটাই করেছে। একটি বিজ্ঞপ্তিতে ৪৩ জন কর্মীর প্রত্যেকের সঙ্গে চুক্তি বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছেন এসিবি।


কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে বোর্ডটি উল্লেখ্য করেছে, বাজেটে ঘাটতি থাকার কারণে কাজের মান বাড়ানোর জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে্ন। সেই সঙ্গে বোর্ডের অন্য সকল কর্মীর চুক্তি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।



promotional_ad

ছাঁটাইকৃত ৪৩ জন কর্মীকে অপ্রয়োজনীয় বলে মনে করছে আফগান ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। বোর্ডটির হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের প্রধান জিয়া-উল-হক জানিয়েছেন, বাজেটের ঘাটতি থাকায় কাজের মান নিশ্চিত করতে কর্মীদের ছাঁটাই করা হয়েছে।


জিয়া আরও যোগ করেছেন, কর্মীদের মধ্যে যাদের চুক্তি বাতিল করা হয়েছে তারা প্রতিমাসে এক মিলিয়ন ডলার বেতন পেতেন। বেঁচে যাওয়া অর্থ প্রযুক্তিগত ও গঠনমূলক কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।


তাদের বিশ্বাস এই সিদ্ধান্তটি বড় ধরণের পরিবর্তন আনবে আফগানিস্তানের ক্রিকেটে। চুক্তি বাতিল হলেও ৪৩ জন কর্মীর সবাই সেপ্টেম্বর মাসের বেতন পাবেন বলে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball