promotional_ad

বিশ্রামে উইলিয়ামসন-বোল্ট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং তারকা পেসার ট্রেন্ট বোল্টকে। উইলিয়ামসনের পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন ৫৮ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা পেসার টিম সাউদি। 


সাউদির নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দলটিতে থাকছেন মারকুটে উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্ট। এছাড়াও তিন স্পিনার মিচেল স্যান্টনার, টড অ্যাস্টল এবং ইশ সোধিও জায়গা পেয়েছেন স্কোয়াডে। 



promotional_ad

এদিকে উইলিয়ামসন এবং বোল্টকে বিশ্রাম দেয়া প্রসঙ্গে কিউই নির্বাচক গেভিন লারসেন বলেন, 'কেন এবং ট্রেন্ট সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে আমাদের জন্য অসাধারণ ভূমিকা রেখেছে। সামনে যেহেতু অনেক বড় ক্রিকেটের মৌসুম রয়েছে, তাই আমরা এটিকে একটি সুযোগ হিসেবে নিয়েছি তাদেরকে বিশ্রাম দেয়ার জন্য।'


আগামী এক সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারী নিউজিল্যান্ড। এই সিরিজটিকে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত করছেন লারসেন।


কিউই নির্বাচক বলেন, 'দারুণ একটি বিশ্বকাপ কাটিয়ে আসার পর, আরেকটি বিশ্ব আসরের জন্য প্রস্তুতি শুরু করাটা রোমাঞ্চের। শ্রীলঙ্কায় সিরিজটি খেলা যেকোনো দলের জন্য বড় চ্যালেঞ্জের। নিজেদের কন্ডিশনে তাদেরকে হারানো বেশ কঠিন। আমাদের টি-টোয়েন্টি দল গত কয়েক বছর ধরে ধারাবাহিকতা বজায় রেখেছে এবং আমরা আসলেই স্কোয়াডের শক্তিমত্তা এবং বৈচিত্রতা নিয়ে খুশি।'



নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াডঃ 


টিম সাউদি (অধিনায়ক), টড অ্যাস্টল, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, স্কট কুজ্ঞেলেইন, ড্যারেল মিচেল, কলিন মুনরো, সেথ র‍্যান্স, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, রস টেইলর। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball