promotional_ad

ফিটনেস টেস্টে সেরা জহুরুল-রাহি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হয়েছে সোমবার। ক্যাম্পের প্রথম দিন ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হয়েছে। ফিটনেস পরীক্ষায় সর্বোচ্চ ১২.৩ পয়েন্ট পেয়েছেন ২০১৩ সাল থেকে জাতীয় দলের বাইরে থাকা জহুরুল ইসলাম অমি।


জহুরুলের সমান পয়েন্ট পেয়েছেন বাংলাদেশ দলের পেসার আবু জায়েদ রাহি। ফিটনেস টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন শ্রীলঙ্কা সফরে আকস্মিক ডাক পাওয়া পেস বোলিং অলরাউন্ডার ফরহাদ রেজা। তিনি পেয়েছেন ১২.২ পয়েন্ট। ফরহাদ জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন পাঁচ বছর আগে।



promotional_ad

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা ভালো করলেও ফিটনেস পরীক্ষায় নিয়মিত ক্রিকেটারদের গড়পড়তা ১০-১১ পয়েন্ট। মূলত ক্রিকেটারদের ফিটনেস যাচাইয়ের জন্য ব্লিপ টেস্ট করানো হয়। সেখানেই এই পয়েন্ট পেয়েছেন তাঁরা।


জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ট্রেনার মারিও ভিল্লাভারানে। তাদের ফিটনেস নিয়ে আরও কাজ করার প্রয়োজনীয়তা দেখছেন তিনি। যারা ভালো অবস্থায় আছেন তাদের আরও উন্নতি করতে হবে বলে মনে করেন তিনি।


এ প্রসঙ্গে মারিওর ভাষ্য, ‘রানিং, স্কিল, স্ট্রেংথ ফিটনেসে কে কোথায় আছে সেটা জানতে হবে। যেখানে যেখানে কাজ করা দরকার সেখানে সেখানে কাজ করতে হবে। কিছু খেলোয়াড়ের ফিটনেস নিয়ে আরও কাজ করার দরকার, আবার যারা ভালো অবস্থায় আছে তাদের আরও উন্নতি করতে হবে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball