র্যাঙ্কিংয়ে আলো ছড়ালেন স্মিথ

ছবি: ছবি- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসি প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে টপকে দুই নম্বর স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।
এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর রেটিং পয়েন্ট ৯২২। স্মিথের রেটিং পয়েন্ট ৯১৩। উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৮৮৭।

বল টেম্পারিং কেলেঙ্কারির পর ১৬ মাস টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলেন স্মিথ। সাদা পোশাকে ফিরেই এজবাস্টন টেস্টে ১৪৪ রানের ইনিংস খেলেছেন তিনি। এরপর একই টেস্টের দ্বিতীয় ইনিংসেও ১৪২ রান করেন স্মিথ।
লর্ডসের প্রথম ইনিংসে করেছেন ৯২ রান। সবমিলিয়ে চমকপ্রদ পারফর্মেন্সে উইলিয়ামসনকে ছাড়িয়ে গেছেন স্মিথ। এই তালিকায় ছয় নম্বর থেকে নয় নম্বরে পৌঁছেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। এ ছাড়া এই র্যাঙ্কিংয়ের প্রথম দশে ঢুকে পড়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে।
১১৩ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট দলের তালিকার শীর্ষস্থান নিজেদের করে রেখেছে কোহলির ভারত। ১১১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় স্থানে আছে ফাফ ডু প্লেসির দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট ১০৮।