পাকিস্তান ক্রিকেট নিয়ে বিস্ফোরক মন্তব্য ফ্লাওয়ারের

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
কাজ করার স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা- এর কিছুই পাননি পাকিস্তানের সাবেক ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার। যার কারনে পারফর্মেন্সে ভরাডুবি হয়েছে পাকিস্তানের, মনে করছেন জিম্বাবুয়ের সাবেক এই তারকা।
পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন ফ্লাওয়ার। ২০১৪ সালে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে সরফরাজ়দের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থতার পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাফ জানিয়ে দিয়েছে, তাঁর সঙ্গে নতুনভাবে চুক্তি করতে আগ্রহী নয় বোর্ড।

সম্প্রতি ফ্লাওয়ার বলেছেন, 'এক দিকে নিরাপত্তা নিয়ে অস্বস্তি, অন্য দিকে কাজ করার কোনও স্বাধীনতাই আমি পাইনি। ফলে আমি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম।'
এ ছাড়া পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের আচরণে মর্মাহত ফ্লাওয়ার। পিসিবির অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে নারাজ ছিলে তিনি।
'প্রাক্তন ক্রিকেটারেরা যে ভাবে পিছন থেকে ছুরি মারতেন, তা কল্পনাতীত ছিল। তারই সঙ্গে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যে ধরনের নোংরা রাজনীতি হত, সেটা সহ্য করা যায় না। আর পিসিবির অন্দরমহলে যে ধরনের অনৈতিক রাজনীতি হত, সেটা আমি ভুলতে পারব না।'