শাস্ত্রীর সহকর্মীদের নিয়োগ দিতে চান কপিল

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অধীনে থাকা ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) প্রধান সদস্য হয়ে ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রীকে পুনর্বহাল করেছেন কপিল দেব। এবার ভারতের সহকারি কোচদেরও নিয়োগ দিতে চান তিনি।
টম মুডি, মাইক হেসনসহ মোট ছয়জনের সংক্ষিপ্ত তালিকা থেকে শাস্ত্রীকে বেঁছে নেন কপিলের দেবের নেতৃত্বে থাকা সিএসি। এবার দলটির ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচসহ অন্যান্যদের নিয়োগ দেওয়ার ব্যাপারে বিসিসিআইয়ের সঙ্গে কথা বলছেন কপিল।

ইতোমধ্যে বোর্ডকে বেশ কিছু কোচের ব্যাপারে পরামর্শও দিয়েছে কপিলের নেতৃত্বে থাকা সিএসি সদস্যরা।
১৯৮৩ সালে ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া কপিল মিডিয়ার কাছে বলেন, 'হ্যাঁ, আমাদের মতামত সেখানেও থাকা উচিত। বোর্ডকে আমরা ইতোমধ্যেই কিছু নাম পাঠিয়েছি এই ব্যাপারে।
আমরা যদি সহকারি কোচ না নির্ধারণ করি, তাহলে সেটা অনুচিত। আমরা বোর্ডকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছি। বোর্ড দ্রুতই মিডিয়াকে এই ব্যাপারে জানাবে।'
আগামী ১৯ আগস্ট অন্যান্য কোচ নিয়োগ দিবে সিএসি। ভারতের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের কোচ হওয়ার জন্য কমপক্ষে ১০টি টেস্ট বা ২৫টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারির বয়স ৬০ এর নিচে হতে হবে।