promotional_ad

শাস্ত্রীর সহকর্মীদের নিয়োগ দিতে চান কপিল

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অধীনে থাকা ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) প্রধান সদস্য হয়ে ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রীকে পুনর্বহাল করেছেন কপিল দেব। এবার ভারতের সহকারি কোচদেরও নিয়োগ দিতে চান তিনি।


টম মুডি, মাইক হেসনসহ মোট ছয়জনের সংক্ষিপ্ত তালিকা থেকে শাস্ত্রীকে বেঁছে নেন কপিলের দেবের নেতৃত্বে থাকা সিএসি। এবার দলটির ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচসহ অন্যান্যদের নিয়োগ দেওয়ার ব্যাপারে বিসিসিআইয়ের সঙ্গে কথা বলছেন কপিল।



promotional_ad

ইতোমধ্যে বোর্ডকে বেশ কিছু কোচের ব্যাপারে পরামর্শও দিয়েছে কপিলের নেতৃত্বে থাকা সিএসি সদস্যরা।  


১৯৮৩ সালে ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া কপিল মিডিয়ার কাছে বলেন, 'হ্যাঁ, আমাদের মতামত সেখানেও থাকা উচিত। বোর্ডকে আমরা ইতোমধ্যেই কিছু নাম পাঠিয়েছি এই ব্যাপারে। 


আমরা যদি সহকারি কোচ না নির্ধারণ করি, তাহলে সেটা অনুচিত। আমরা বোর্ডকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছি। বোর্ড দ্রুতই মিডিয়াকে এই ব্যাপারে জানাবে।'



আগামী ১৯ আগস্ট অন্যান্য কোচ নিয়োগ দিবে সিএসি। ভারতের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের কোচ হওয়ার জন্য কমপক্ষে ১০টি টেস্ট বা ২৫টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারির বয়স ৬০ এর নিচে হতে হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball