সাবেক ভারতীয় ওপেনারের আত্মহত্যা
ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নিজ ঘরে আত্মহত্যা করেছেন ভারতের সাবেক ওপেনার ভিবি চন্দ্রশেখর। নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া গিয়েছে।
কর্তব্যরত পুলিশ জানিয়েছে, আত্মহত্যা করেছেন চন্দ্রশেখর। যদিও আত্মহত্যা করার পূর্বে কোনও চিঠি বা আলামত রেখে যাননি ভারতের সাবেক এই ওপেনার।

চন্দ্রশেখরের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, অনেকক্ষণ ধরে দরজায় কড়া নাড়ার পরেও যখন চন্দ্রশেখর দরজা খোলেননি তখন জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান চন্দ্রশেখরের স্ত্রী।
তিনি পুলিশকে আরও জানান, বেশ কিছুদিন ধরেই ক্রিকেট সংক্রান্ত ব্যবসায় লোকসান হওয়ায় হতাশ ছিলেন চন্দ্রশেখর। পুরো তদন্ত শুরু না করলেও প্রাথমিকভাবে পুলিশ ধরে নিয়েছে এ কারণেই আত্মহত্যা করেছেন চন্দ্রশেখর।
তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ভিবি কাঞ্চি ভিরানস দলের কর্ণধার ছিলেন ৫৭ বছর বয়সে বিদায় নেওয়া চন্দ্রশেখর। ভিবি'স নেস্ট নামক ক্রিকেট একাডেমী পরিচালনা করতেন তিনি।
ভারতের হয়ে ৮১টি প্রথম শ্রেণীর ম্যাচ এবং সাতটি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন চন্দ্রশেখর। তিনি ছিলেন তার সময়কার আগ্রাসী ব্যাটসম্যানদের একজন।