ওটিস গিবসনের বদলী খুঁজে পেল দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন ভারত সফরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার এনোক এনকিউ। ওটিস গিবসনের বদলী হিসেবে তাঁকে নিযুক্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
বিশ্বকাপে ভরাডুবির পর পুরো কোচিং প্যানেল ঢেলে সাজানোর পরিকল্পনা করে সিএসএ। এরই ধারাবাহিকতায় ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলোর মতো টিম ম্যানেজার নিয়োগ করার ঘোষণা দেয় তারা। যেখানে একজন টিম ডিরেক্টর থাকবেন, যিনি পুরো কোচিং স্টাফদের নিয়ন্ত্রণ করবেন।

ভারত সফর থেকেই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে ???াচ্ছে সিএসএ। এর পরিপ্রেক্ষিতে টিম ডিরেক্টর হিসেবে ভারত সফরে একাধারে দলের কোচ এবং ম্যানেজারের ভূমিকা পালন করবেন এনকিউ। ভারত সফরে যেসব কোচিং স্টাফরা থাকবেন তাদের বাছাই করার বিষয়টিও দেখভাল করবেন তিনি।
এই প্রসঙ্গে সিএসএর অ্যাক্টিং ডিরেক্টর অফ ক্রিকেট কোরি ভ্যান জিল বলেন, 'টিম ডিরেক্টরকে আমরা প্রধান কোচ হিসেবেও অভিহিত করতে পারি। জাতীয় দলের পারফর্মেন্সও দেখভাল করবেন তিনি। টিম ডিরেক্টর হিসেবে তার অন্যতম ভূমিকা হলো প্রধান কোচ, কিন্তু এর পাশাপাশি টিম ম্যানেজমেন্ট, পরিবেশ, কালচারের বিষয়গুলোও তত্ত্বাবধান করবেন তিনি।'
দলের পারফর্মেন্সের বিষয়টিও তত্ত্বাবধান করবেন এনকিউ বলে নিশ্চিত করেন ভ্যান জিল। তিনি বলেন, 'সে (টিম ডিরেক্টর) এমন একজন ব্যক্তি যে দল এবং দলের পারফর্মেন্সের বিষয়ে দায়ী থাকবে। তার অধীনে থাকবে তার নিজস্ব কোচিং স্টাফ, অ্যাডমিন স্টাফ এবং টেকনিক্যাল স্টাফরা।'
কোচিংয়ের অভিজ্ঞতা অবশ্য নতুন নয় এনকিউয়ের জন্য। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এমজানসি সুপার লিগে হিগভেল্ড লায়ন্স এবং জোজি স্টার্সের কোচ ছিলেন ৪২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা এই ক্রিকেটার।
আগামী মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট খেলবে তারা। এই সিরিজ দিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এনকিউ।