promotional_ad

ভিন্ন গেইলকে দেখলো ক্রিকেট বিশ্ব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গায়ানাতে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজের স্বভাববিরুদ্ধ ব্যাটিং করেছেন ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইল। বরাবরই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে অভ্যস্ত গেইল এদিন ৩১ বল খেলে মাত্র ৪ রান করেন। ওয়ানডেতে ন্যূনতম ২৫ বল খেলেছেন, গেইলের এমন ইনিংসগুলোর মধ্যে এটি ছিল মন্থরতম। ওয়ানডেতে যেখানে গেইলের স্ট্রাইক রেট ৮০'র ওপরে সেখানে এই ম্যাচে তিনি খেলেছেন ১২.৯০ স্ট্রাইক রেটে!। 


অবশ্য রক্ষণাত্মক ক্রিকেট খেললেও দারুণ একটি কীর্তি গড়েন গেইল। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে নাম লেখান তিনি। এরই সঙ্গে গেইল পেছনে ফেলেন স্বদেশী কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারাকে। 



promotional_ad

এই ম্যাচে মাঠে নামার আগে যৌথভাবে রেকর্ডটি দখলে ছিল লারা এবং গেইলের। ২০০৭ সালে ক্রিকেটকে বিদায় জানানো লারা ২৯৫টি ওয়ানডে খেলেছেন দেশের হয়ে। অপরদিকে ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল গেইলের ২৯৬তম। 


দেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে খেলার তালিকায় লারার পর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন যথাক্রমে শিভনারায়ন চন্দরপল (২৬৮ ম্যাচ), ডেসমন্ড হেইনস (২৩৮) ও কার্ল হুপার (২২৭)।  
  
অবশ্য ওয়ানডেতে সর্বোচ্চ রানের দিক থেকেও লারাকে টপকে শীর্ষে ওঠার সুযোগ ছিল গেইলের সামনে। এর জন্য মাত্র ১১ রান প্রয়োজন ছিল তাঁর। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ২৯৭ ম্যাচে গেইলের সংগ্রহ ছিল ১০ হাজার ৩৩৮ রান। কিন্তু মন্থর ব্যাটিংয়ের কারণে এই রান করতেও ব্যর্থ হন তিনি। 


ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক লারার রান ২৯৫ ম্যাচে ১০ হাজার ৩৪৮। এই তালিকার তৃতীয় স্থানে চন্দরপল। ২৬৮ ম্যাচে ৮ হাজার ৭৭৮ রান সংগ্রহ করেন তিনি। এছাড়াও চার এবং পাঁচ নম্বরে আছেন ডেসমন্ড হেইনস ও স্যার ভিভিয়ান রিচার্ডস। ২৩৭ ম্যাচে ৮ হাজার ৬৪৮ রান করেন হেইনস। আর রিচার্ডস ১৮৭ ম্যাচে করেন ৬ হাজার ৭২১ রান। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball