অ্যাশেজের প্রথম টেস্টেই কামিন্সের অনন্য কীর্তি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে দারুণ একটি রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার পেস তারকা প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে ১০০ উইকেট শিকার করা দ্বিতীয় বোলার এই ডানহাতি পেসার।
দারুণ এই মাইলফলকে পা রাখতে মাত্র ২১টি টেস্ট খেলেছেন কামিন্স। বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ৯৪ উইকেটের মালিক ছিলেন এই তারকা পেসার।

এরপর খেলতে নেমে প্রথম ইনিংসে ৩টি এবং দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট তুলে নেন কামিন্স। এরই সঙ্গে রেকর্ডের খাতায় নাম লেখান তিনি।
এর আগে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দ্রুততম সময়ে ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন চার্লি টার্নার এবং ক্লারি গ্রিম্মেট । ১৮৯৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৭ ম্যাচে এই কীর্তিতে নাম লেখান টার্নার।
১০০ উইকেট শিকারের ক্ষেত্রে টার্নারের সমান ম্যাচ খেলেন গ্রিম্মেটও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৩১ সালে এই নজীর রাখেন তিনি।
টেস্টে দ্রুততম সময়ে ১০০ উইকেট শিকারের রেকর্ডটি অবশ্য ইংল্যান্ডের পেসার জর্জ লোহমান। ১৮৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ১৬তম টেস্টে এই কীর্তি গড়েন এই ডানহাতি।