promotional_ad

কোহলিদের কোচ হতে চান বাংলাদেশের সাবেক কোচ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে ব্যর্থতার দায়ভার নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন স্পিনবোলিং কোচ সুনীল জোশি। এবার নিজ দেশ ভারতের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পেতে ইচ্ছুক তিনি। এরই মধ্যে এই পদে আবেদন করেছেন ৪৯ বছর বয়সী সাবেক এই স্পিনার। 


নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে ১৮ রানে পরাজিত হয়ে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় ভারতের। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দলের কোচিং প্যানেলকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়। সেই ধরাবাহিকতাতেই স্পিন কোচ হিসেবে আবেদন করেছেন জোশি। 
 
বেশ কিছুদিন থেকে একজন স্পেশালিষ্ট স্পিন কোচের অভাব বোধ করছে ভারত। প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রী যোগ দেয়ার আগে একাধারে প্রধান কোচ এবং স্পিন পরামর্শকের ভূমিকায় কাজ করেন সাবেক তারকা স্পিনার অনিল কুম্বলে। তবে তাঁর বিদায়ের পর থেকে কোনো স্পিন কোচ নেয়নি ভারত। 



promotional_ad

কোহলিদের স্পিন বোলিং কোচ হিসেবে আবেদন করার বিষয়টি স্বীকার করে জোশি বলেন, 'হ্যাঁ আমি বোলিং কোচের পদে আবেদন করেছি। বাংলাদেশের সঙ্গে আড়াই বছর কাজ করার পর আমি পরবর্তী চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। বেশ কিছুদিন থেকে ভারতের কোনো স্পেশালিষ্ট স্পিন কোচ নেই এবং আশা করি এই কারণে আমার অভিজ্ঞতা বিবেচনা করা হবে।’ 


ভারতের একজন স্পেশালিষ্ট স্পিন কোচ নিয়োগ দেয়াকে সময়ের দাবি হিসেবেও অভিহিত করেন জোশি। তিনি বলেন, ‘আপনি দেখেন, বেশিরভাগ আন্তর্জাতিক দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে একজন স্পেশালিষ্ট কোচ থাকে। সেটি হতে পারে পেস বোলিং কিংবা স্পিন কোচ। ভারতীয় দলেরও সেটি প্রয়োজন। আসলে এটি সময়ের দাবি। আমি হই কিংবা অন্য কেউ, সেটা ব্যাপার না।’  


আন্তর্জাতিক ক্রিকেট এবং রঞ্জি ট্রফিতে কোচিং করানোর আগে ভারতের হয়ে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত খেলেছেন সুনীল জোশি। ১৫ টেস্টে ৩৫.৮৫ গড়ে তাঁর শিকার ৪১ উইকেট। এ ছাড়া ৬৯ ওয়ানডেতে ৩৬.৩৬ গড়ে ৬৯ উইকেট পেয়েছেন তিনি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball